বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২২, ২১:০০

মালয়েশিয়া প্রবাসী তাফাজ্জলের লাশ দেশে আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় পরিবার

মোহাম্মদ মহিউদ্দিন
মালয়েশিয়া প্রবাসী  তাফাজ্জলের লাশ দেশে আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় পরিবার

মালয়েশিয়া মারা যাওয়া কচুয়ার শ্রমিক তাফাজ্জল হোসনের লাশ দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তক্ষেপ কামনা করেছেন তার পরিবার। কচুয়া উপজেলার তারাবাড়িয়া গ্রামের হাজী সোলাইমান মিয়ার ছেলে রেমিটেন্স যোদ্ধা তাফাজ্জল হোসেন বিভিন্ন মেয়াদে প্রায় ২৫ বছর যাবত মালয়েশিয়া প্রবাসে রয়েছে।

তাফাজ্জল হোসেন শুক্রবার বাংলাদেশ সময় ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বর্তমানে তার লাশ মালয়েশিয়ার কেলাঙ্গ হাসপাতালে পড়ে আছে। সঠিক কাগজপত্র ও অর্থ না থাকায় তার লাশ স্বজনরা দেশে আনতে পারছেন না।

ইউপি সদস্য প্রার্থী মনির হোসেন জানান, তাফাজ্জল হোসেন দীর্ঘদিন প্রবাসে থাকলেও এক ছেলে ১ মেয়ে নিয়ে অভাব অনটনে ছিলো। প্রবাসে মারা যাওয়ায় কষ্টের মধ্য দিয়ে তার চলে যাওয়া হলো। তার লাশ দেশের মাটিতে ফেরত পেতে সরকারের প্রতি জোর দাবি জানাই।

তার স্ত্রী শ্যামলী বেগম,ছেলে ইয়াছিন ও এলাকাবাসী জানান, দীর্ঘ ২৫ বছর ধরে তাফাজ্জল হোসেন মালয়েশিয়ার তেলেঙ্গা জেলার বানটিং ফেটেফেলাং এলাকার থাকলেও তেমন সুযোগ সুবিধা করতে পারেনি। কখনো কাজ করে , কখনো বা কাজ না করে ভালো কিছু করার স্বপ্ন নিয়ে সুদীর্ঘ ২৫ বছর কাটান মালয়েশিয়ায়।

স্বজনদের আকুতি অন্তত তাফাজ্জল হোসেনের মরদেহ শেষবারের মতো দেখতে এবং তাকে তার জন্মভূমির স্থানে দাফন করতে প্রয়োজনীয় সহযোগিতা করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,কচুয়ার সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীর ও রাষ্ট্রদূতের হস্তক্ষেপ কামনা করেছেন নিহতের স্বজন ও তার পরিবার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়