বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২১, ২০:৪৬

ফরিদগঞ্জে আওয়ামী লীগের ২২ বিদ্রোহী প্রার্থী বহিস্কার

ফরিদগঞ্জে আওয়ামী লীগের ২২ বিদ্রোহী প্রার্থী বহিস্কার
প্রবীর চক্রবর্তী

ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৫ম ধাপে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে যেয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২২জন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর) রাতে চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈদ দুলাল পাটওয়ারী স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

দল থেকে আজীবন বহিষ্কৃতরা হলেন, বালিথুবা পুর্ব ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সুবিদপুর পুর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবু, সুবিদপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি জসিম উদ্দিন মিন্টু, গুপ্টি পুর্ব ইউনিয়ন আওয়ামাীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান,উপদেষ্টা হাজী আব্দুল মান্নান, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মজনু বেপারী, গুপ্টি পশ্চিম ইউনিয়নের বুলবুল আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অহিদুর রহমান, সদস্য শাহ আলম শেখ, হাসান আব্দুল হাই, নুরুন্নবী জমাদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মিজানুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক কাউছারুল আলম কামরুল, সহসভাপতি এমরান হোসেন ভুঁইয়া, পাইকপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি তোফায়েল আহমে;দ, ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম, চরদুঃখিয়া পুর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি নুরে আলম পাটওয়ারী, রূপস দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি আঃ কাদের খোকন, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন , সাবেক সদস্য জহিরুল ইমসাম এবং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী।

এ ব্যাপারে চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জানান, দলীঢয় মনোনয়ন জমা দেয়ার সময় আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সকলে মনোনয়ন না পেলে বিদ্রোহী প্রার্থী হবেন না এবং প্রার্থী হলে দলের যে কোন সিদ্ধান্ত মেনে নিবেন বলে অঙ্গীকার পত্রে স্বাক্ষর করেন। তারা তারপরও দলের প্রার্থী হয়েছেন , তাই তাদের বহিস্কার করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়