শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২১, ২২:৪২

জাফরাবাদ এমদাদিয়া মাদ্রাসার ১০৫তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল

স্টাফ রিপোর্টার
জাফরাবাদ এমদাদিয়া মাদ্রাসার ১০৫তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল

চাঁদপুরের ঐতিহ্যবাহী জাফরাবাদ জামিয়া আরাবিয়া এমদাদিয়া (দাওরায়ে হাদীস) মাদ্রাসার উদ্যোগে ১০৫তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর শুক্রবার পুরাণবাজার দোকানঘর মাদ্রাসা মাঠে এই ওয়াজ ও দোয়া করা হয়। এই অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী।

ঐতিহ্যবাহী জাফরাবাদ জামিয়া আরাবিয়া এমদাদিয়া (দাওরায়ে হাদীস) মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব শেখ হারুন উর রশীদের সভাপতিত্বে এবং মাদ্রাসার মোহতামেম আলহাজ্ব হযরত মাওলানা জাফর আহমেদের পরিচালনায় এ সময় দ্বীন-দুনিয়া ও আখিরাত সম্পর্কে ওয়াজ করেন ঢাকার ফরিদাবাদ মাদ্রাসার পীর সাহেব ফুলছোঁয়া ও প্রধান মুফতি আল্লামা মুফতি আবু সাঈদ, কুমিল্লা বরুড়া মাদ্রাসার সিনিয়র ওস্তাদ হযরত মাওলানা শফিকুল ইসলাম, চট্টগ্রামের মাদ্রাসায়ে বাতুয়া মুহাদ্দিস হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, ঢাকা দক্ষিণ বনশ্রী জামে মসজিদের খতীব হযরত মাওলানা মুফতি মোজ্জাম্মিল ফারুক কাসেমী, ঢাকা ভাষানটেকের জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা শাহাদাত হুসাইন প্রমূখ।

এদিনে বাদ মাগরিব মাহফিল কার্যক্রমের শুরুতে মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের পক্ষ থেকে জাফরাবাদ জামিয়া আরাবিয়া এমদাদিয়া (দাওরায়ে হাদীস) মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব শেখ হারুন উর রশীদকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আমি দোকানঘর রামদাসদী এলাকার সন্তাতা হিসেবে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য যতদিন বেঁচে থাকি দ্বীনি শিক্ষার জন্য কাজ করে যাবো। আমার জন্য সবাই দোয়া করবেন।

এছাড়াও এই ওয়াজ ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাফরাবাদ জামিয়া আরাবিয়া এমদাদিয়া (দাওরায়ে হাদীস) মাদ্রাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন, সহ-সভাপতি আলহাজ্ব বিল্লাল হোসেন পাটওয়ারী, দিলদার হোসেন খান, কোষাধ্যক্ষ মোহাম্মদ নাজমূল আলম পাটওয়ারী, সদস্য রফিক মল্লিক। এ সময় এই মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসুল্লীগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়