শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২১, ১৩:০৩

মতলবে পথে জন্ম নেয়া শিশুর নাম রাখা হলো বিজয়

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে পথে জন্ম নেয়া  শিশুর নাম রাখা হলো বিজয়
প্রতীকী

প্রসব বেদনা নিয়ে এক গর্ভবতী মা ইজিবাইকযোগে আসছিলেন মতলব দক্ষিণ উপজেলা সদর হাসপাতালে। হাসপাতালে না পৌঁছাতেই শহরের পৌরসভার সামনে এলেই ওই মায়ের কোল জুড়ে আসে তাঁর নবজাতক পুত্র সন্তান। মায়ের চিকিৎসা সেবার সাথে উপহার সামগ্রী নিয়ে পাশে দাঁড়ালেন মেয়র আলহাজ্ব আওলাদ হোসেন লিটন।

বৃহস্পতিবার দুপুরে মতলব পৌরসভার সামনে এ ঘটনাটি ঘটে। ওই মায়ের নাম রুমা আক্তার (২৮)। সে উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আলিয়ারা গ্রামের কৃষক মনির হোসেনের স্ত্রী।

জানা যায়, ওই সময় তাৎক্ষণিক ব্যবহৃত গাড়ীটি পর্দায় ঢেকে তার স্বামী ও সাথে থাকা এলাকার মহিলার সহযোগিতায় ওই মায়ের নরমাল ডেলিভারী কাজ সমাধা করেন। পরে মেয়রের হস্তক্ষেপে প্রসূতি মাকে ও শিশুকে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পৌর মেয়রের পক্ষ থেকে নবজাতকের জন্য উপহার সামগ্রী (বেবীসেট, জামা কাপড় কম্বল) দেয়া হয়।

মেয়র, ডাক্তার, নার্স ও নবজাতকের বাবা মায়ের সম্মতিতে বিজয়ের মাসে শিশুটি জন্ম নেওয়ায় ওই শিশুটির নাম রাখা হয় বিজয় ।

মতলব দক্ষিণ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম কাওছার হিমেল বলেন, ওই মায়ের বিষয়টি আমি জেনেছি। মা ও নবজাতক শিশু টি হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং ভালো আছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়