প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২১, ২০:৫৩
মুক্তিযুদ্ধের বিজয় মেলায় বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সাংস্কৃতিক অনুষ্ঠান
‘এসো মিলি মুক্তির মোহনায়’ শ্লোগানকে নিয়ে ১৯৯২ সাল থেকে চাঁদপুরে শুরু হয়েছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা। এ বছর গৌরবের ৩০ বছর পূর্তিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবাষির্কীকে উৎসর্গ করে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা চলছে। এ বছর চাঁদপুর আউটার স্টেডিয়ামে প্রচুর দর্শণার্থী থাকায় বিজয় মেলা এক ভিন্ন মাত্রা পেয়েছে।
|আরো খবর
২১ ডিসেম্বর মঙ্গলবার বিজয় মেলার সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় চাঁদপুর শহরের পরিচিত আবৃত্তি সংগঠন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার পরিবেশনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সংগঠনের সভাপতি মুক্তা পীযূষ ও সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাসের সার্বিক সহযোগিতায় আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে সোহা, রাইসা, প্রখর পীযূষ, সুভদ্রা, নিলয়, পত্ন পীযূষ, ফাহমী, আবু বকর সিদ্দিক, সাদ, সামিয়া, নওরুন, অরিন, ফাইরুজ, বর্ষা, অনন্যা দাস অনু, সাদিয়া, রুবাইয়া। যন্ত্র সংযোগে ছিলেন অপু দাস। এ সময় বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।