প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২১, ০৯:১৫
রিয়াদ বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
‘শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনব মর্যাদা ও নৈতিকতা’ এই প্রতিপাদ্য নিয়ে যথাযথ মর্যাদায় বাংলাদেশ দূতাবাস রিয়াদে গত ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে দূতাবাসের বঙ্গবন্ধু চত্বরে অভিবাসীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের বাণী পাঠ করা হয়।
|আরো খবর
আলোচনা সভায় দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স আবুল হাসান মৃধা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। তিনি বিজয়ের মাসে আমাদের মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। তিনি প্রবাসীদের জন্য বাংলাদেশ সরকারের প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে আলোকপাত করেন ও শ্রম সংক্রান্ত বিভিন্ন সেবা অনলাইনে দেয়ার বিষয়ে দূতাবাস কাজ করছে বলে জানান। করোনাকালে প্রবাসীদের সরকারের বিভিন্ন সেবা প্রদান করেছে দূতাবাস। যেকোন সমস্যায় দূতাবাস প্রবাসীদের পাশে রয়েছে জানিয়ে তাদের জন্য দূতাবাসের দ্বাড় সবসময় খোলা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
চার্জ দ্যা অ্যাফেয়ার্স বলেন, সৌদি আরবে বাংলাদেশের প্রবাসীদের মেধা, শ্রম ও দক্ষতা প্রশংসিত, এ ধারা অব্যাহত রাখতে হবে। কর্মীদের দক্ষতার বিষয়টি সার্টিফিকেশনের আওতায় আনার জন্য বাংলাদেশ সরকার সৌদি সরকারের সাথে একটি দ্বিপাক্ষিক চুক্তির দ্বারপ্রান্তে উপস্থিত মর্মে অভিবাসী কর্মীদের অবহিত করেন। সৌদি আরবের স্থানীয় আইন কানুন মেনে নিজ নিজ কর্মক্ষেত্রে উজ্জ্বল ভুমিকা রাখার জন্য তিনি প্রবাসীদের আহবান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাঈদ সিদ্দিকী সৌদি আরবের উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে তাদের প্রশংসা করেন। একইসঙ্গে রেমিট্যান্স প্রেরণ করে নিজ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন মর্মে তাদের ধন্যবাদ জানান। দিবসটি উপলক্ষে ১৯ ডিসেম্বরে দূতাবাসে একটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ওয়ান স্টপ সার্ভিস প্রদানের লক্ষ্যে সেবা দিবস পালন করা হয়।
দূতাবাসের চার্জ দ্যা এ্যাফেয়ার্স আবুল হাসান মৃধার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন শ্রম কাউন্সেলর মুহাম্মদ আসাদুজ্জামান। সভা শেষে প্রবাসী কর্মীদের সুখ, সমৃদ্ধি ও দেশের উন্নয়ন কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
আলোচনা সভায় দূতাবাসের মিনিস্টার এসএম রাকিবুল্লাহ, কাউন্সেলর মোঃ হুমায়ুন কবীর, কার্যালয় প্রধান ও কাউন্সেলর মোঃ বেলাল হোসেন, প্রথম সচিব মোঃ মনজুর-ই- মাওলা, সোনালী ব্যাংক কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন খানসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।