প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২১, ১০:২১
জেদ্দা কনস্যুলেট জেনারেলের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন
দেশের উন্নয়নে প্রবাসীদের সন্মানের সাথে কাজ করতে হবে : কনস্যুলেট জেনারেল মোহাম্মদ নাজমুল হক

শতবর্ষে জাতির পিতা, সুবর্নে স্বাধীনতা অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকত ‘ এই স্লোগানকে সামনে রেখে ১৮ ডিসেম্বর সৌদি আরব জেদ্দা কনস্যুলেট জেনারেল অফিসের উদ্যোগে আলোচনা সভ অনুষ্ঠিত হয়েছে। জেদ্দা কনস্যুলেট জেনারেল মোহাম্মদ নাজমুল হক বলেন, ১৯ ডিসেম্বর জেদ্দা কনস্যুলেট জেনারেল অফিসের উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সেবা প্রদান করা হবে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, নিয়েছেন বিশেষ পদক্ষেপ। দেশের উন্নয়নে প্রবাসীদের সন্মানের সাথে কাজ করতে হবে, যাতে করে প্রবাসের মাটিতে দেশের সন্মান বজায় সেদিকে খেয়াল রেখেই কাজ করতে হবে।
|আরো খবর
এ সময় উপস্থিত ছিলেন কাউন্সেলর (স্থানীয়) কার্যালয় প্রধান মোহাম্মদ আজিজুর রহমান, শ্রম কাউন্সিলর মোঃ আমিনুল ইসলামসহ কর্মকর্তা-কর্মচারীবুন্দ।