প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২১, ১০:০৪
বিজয়ের মাসে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের পৌষ উৎসব
১৭ ডিসেম্বর শুক্রবার বিকেলে পুরান বাজার ডিগ্রি কলেজের মনোরম পরিবেশে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার পৌষ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
|আরো খবর
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের স্বামী অধ্যাপক আবুল কাশেম মুহাম্মদ জহুরুল হক, পুনাক চাঁদপুরের সভাপতি, পুলিশ সুপারের সহধর্মিণী ডাঃ আফসানা শর্মি, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা কাজী শাহাদাত, উপদেষ্টা পীযূষ কান্তি বড়ুয়া, মীরা রায় চৌধুরী, পুরান বাজার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ফেরদৌসী বেগম, বাংলা বিভাগের অধ্যাপক শাহানারা বেগম, চাঁদপুর মডেল থানার ওসি সুজন বড়ুয়া, প্রভাষক নূপুর বিশ্বাস, ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল ডিস্ট্রিক্ট ৩২৮ এর বর্তমান সভাপতি মাহমুদা খানম,বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুরের সহ-সভাপতি উজ্জ্বল হোসাইন, রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক, কোষাধ্যক্ষ আয়েশা আক্তার রূপা, প্রচার সম্পাদক নাছরিন হোসেন, সহ-সাংস্কৃতিক সম্পাদক প্রত্ন পীযূষ, সাবেক ইনার হুইল ক্লাব চাঁদপুর সেন্ট্রালের সভাপতি তাসনুভা রহমান, সংগঠনের সদস্য এবং আবৃত্তি শিল্পী -ফাতেমা তুজ জোহরা, অন্যনা অনু, আবৃত্তি দাস, নিলয় দাস প্রমুখ। আবৃত্তি শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলো-শ্যামা সরকার মুন, প্রখর পীযূষ, রাইসা, রুবাইয়া, অরিন, বর্ষা, সুভদ্রা, সাদিয়া,নাওরুন এবং শিশু শিল্পীদের অভিভাবকগণ।
নান্দনিক কলেজের মনোরম পরিবেশে কবিতা, গান ও কথামালায় চাঁদপুরের নতুন প্রজন্মের কোকিলকণ্ঠী শিল্পী, পুরান বাজার ডিগ্রি কলেজেের ছাত্রী, প্রিয় অর্পিতা ঘোষ চমৎকার তিনটি গান পরিবেশন করে অতিথিদের নির্মল আনন্দ ভরে দেন।