প্রকাশ : ০৮ জুলাই ২০২১, ০০:০০
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : প্রবাসীদের ভাবনা-৬৫
দেশের উন্নতি-অগ্রগতি শতভাগ বাস্তবায়নে প্রতিটি নাগরিকের ভূমিকা প্রয়োজন : আবু সায়েদ মোঃ তারেক
আবু সায়েদ মোঃ তারেক ফেনী জেলার দাগন ভুঞা উপজেলার সিলোনিয়া গ্রামের বাসিন্দা। তিনি অনেক বছর যাবৎ সৌদি আরবে প্রবাসী সেবা কেন্দ্র ইউডিসি অফিসে কর্মরত। সম্প্রতি তিনি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চাঁদপুর কণ্ঠের সাক্ষাৎকার পর্বের মুখোমুখি হন। তার সাক্ষাৎকার নেন জাহাঙ্গীর আলম হৃদয়।
|আরো খবর
চাঁদপুর কণ্ঠ : প্রবাসে কতোদিন আছেন, কী করছেন, কেমন কাটছে সময়?
আবু সায়েদ মোঃ তারেক : অনেক বছর ধরেই সৌদি আরবে আছি। সৌদি আরব প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি অফিসে কর্মরত আছি। আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে বেশ ভালো সময় কাটছে।
চাঁদপুর কণ্ঠ : বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আপনার অনুভূতি কেমন?
আবু সায়েদ মোঃ তারেক : ৫০ বছরে বাংলাদেশ-এটি সত্যিই অনেক আনন্দের। এই দেশ স্বাধীন হয়েছে এক সাগর রক্তের বিনিময়ে।
চাঁদপুর কণ্ঠ : আপনার দৃষ্টিতে স্বদেশের উন্নতি-অগ্রগতি কতোটুকু হয়েছে?
আবু সায়েদ মোঃ তারেক : বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক কম সময়ের মধ্যে একটা জনবহুল দেশ হিসেবে যথেষ্ট উন্নতি-অগ্রগতি হয়েছে। আজও যা অন্য কিছু দেশ পারেনি।
চাঁদপুর কণ্ঠ : দেশকে নিয়ে আপনার কোনো কষ্ট-বেদনা-অতৃপ্তি আছে কি?
আবু সায়েদ মোঃ তারেক : বিশ্বের অন্য দেশ অল্প সম্পদের মধ্যেও এগিয়ে যাচ্ছে, বাংলাদেশও এগিয়ে যাচ্ছে, তবে সেটি উন্নতির চেয়ে দুর্নীতিতে। আমরা প্রবাসীরা দেশের উন্নতি-অগ্রগতিতে যেটুকু ভূমিকা রাখছি, এমন ভূমিকাও যদি দেশ পরিচালনার জন্যে আমলারা রাখতেন, তাহলে দেশ আরও এগিয়ে যেতো। দেশের বেকারত্ব সমস্যা দূর করতে হলে বাস্তবিক অর্থে আন্তরিকভাবে কাজ করতে হবে। তাহলে সকল কষ্ট, বেদনা, অতৃপ্তি আর থাকবে না। কেননা নিজের দেশেই কাজ করার সুযোগ হবে।
চাঁদপুর কণ্ঠ : সকলের উদ্দেশ্যে আপনার পছন্দের কিছু কথা বলুন।
আবু সায়েদ মোঃ তারেক : জাতীয় স্বার্থে, দেশের উন্নতি-অগ্রগতি শতভাগ বাস্তবায়ন করতে হলে প্রতিটি নাগরিকের ভূমিকা রাখতে হবে।