বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২১, ১৯:৪৭

১০ দিন ধরে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

১০ দিন ধরে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী
অনলাইন ডেস্ক

চাঁদপুর বড় স্টেশন ঘুরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে গত ১০ দিনেও বাড়ি ফিরেনি এসএসসি পরীক্ষার্থী হাসান গাজী (১৬)। ফরিদগঞ্জ চান্দ্রা ইমাম আলী স্কুল থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দেয় হাসান। গত ২৯ নভেম্বর সন্ধ্যা ৬টায় বাড়ি থেকে বের হওয়ার পর গত ১০ দিন ধরে হাসানের খোঁজ পাচ্ছে না তার পরিবার।

নিখোঁজ হাসান গাজীর বাড়ি ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা ইউনিয়নের চান্দ্রা বাজারের আখন বাড়ি। তার বাবা মোঃ মজিবুর রহমান ছেলের খোঁজ না পেয়ে পরদিন ৩০ নভেম্বর ফরিদগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নং ১৭৪৩।

নিখোঁজ হওয়ার সময় হাসানের কাছে যে মুঠোফোনটি ছিলো সেটিও বন্ধ রয়েছে। হাসানের বাবা মোঃ মজিবুর রহমান জানান ছেলে হাসানের কাছে থাকা মুঠোফোনের নম্বর ছিলো, ০১৮১৪-৪৩১১৪৭। ফরিদগঞ্জ থানায় করা নিখোঁজ ডায়েরিতে হাসানের দৈহিক বর্ণনা দিয়ে উল্লেখ করা হয়, হাসানের উচ্চতা ৫ ফুট, ৬ ইঞ্চি। গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার। স্বাস্থ্য হালকা পাতলা গড়ন, মাথার চুল কালো, পরণে কালো জিন্সের প্যান্ট ও গায়ে গেঞ্জি ছিলো। হাসান অত্র উপজেলার আঞ্চলিক ভাষায় কথা বলে।

দীর্ঘ ১০ দিনেও হাসানের খোঁজ না মেলায় উদ্যেগ প্রকাশ করেছে হাসানের স্কুলের শিক্ষক, সহপাঠী ও তার পরিবার। হাসানের বাবা চাঁদপুর কণ্ঠকে জানান, প্রযুক্তির যুগেও গত ১০ দিনে আমার ছেলের খোঁজ না পেয়ে আমি হতাশ। থানায় জিডি করেছি আজ ৯ দিন হলো কিন্তু কোন হদিস পাওয়া যায়নি তার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়