প্রকাশ : ০৫ জুলাই ২০২১, ০৯:৩৮
ইতালিতে কোভিড হিরো অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি মোবারক হোসেন
ইতালিতে গত বছর করোনাকালীন সাহসী ভুমিকা রাখার জন্য কোভিড হিরো অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি মোবারক হোসেন। রোববার (৪ জুলাই) স্থানীয় সময় বেলা ১২টায় ভেনিসের মেস্ত্রের একটি হলে লন্ডনের একটি বেসরকারি টেলিভিশনের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এসময় আইওন টেলিভিশনের সিও আতাউল্লা ফারুকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
|আরো খবর
মোবারক ছাড়াও আরও কয়েকজন এ সম্মাননা পুরস্কার পান। পুরস্কার পেয়ে মোবারক হোসেন বলেন,বিশ্ব জানে করোনার ভয়াল থাবায় ইতালির জনজীবনে নেমে আসে অন্ধকার। কঠিন সময় অতিক্রম করে বাংলাদেশিসহ স্থানীয় নাগরিকরা। কিন্তু মহান আল্লাহর কাছে শুকরিয়া এখন আমরা সেই সমস্যা কাটিয়ে ভাল আছি। ইতোমধ্যে আমাদের মাঝ থেকে অনেকেই চলে গেছেন না ফেরার দেশে। তিনি বলেন,আপনারা জানেন,গত বছর যখন বিশ্বজুড়ে মহামারী করোনা ভাইরাসে পরিস্থিতি ভয়াবহ ছিল তখন আমরা কিছু সংখ্যক লোক ইতালি ভেনিস বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে যার যার সামর্থ্য অনুযায়ী বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে যারা করোনার সময় জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কাজ করে ছিলেন তাদেরকে আইওন টিভির পক্ষ থেকে উৎসাহ দেওয়ার জন্য আমাদেরকে অ্যাওয়ার্ড প্রধান করেন।
তিনি আরও বলেন,মানবিক কাজে সব সময় এগিয়ে আসা উচিত। আমাদের কোভিড হিরো হিসেবে এ পুরস্কার প্রদান করায় ভেনিস বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে আইওন টিভির সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। উল্লেখ্য, করোনার জন্য সীমিত পরিসরে এ আয়োজন করা হয় এবং স্বাস্থ্য বিধি মেনে অনুষ্ঠান পরিচালনা করা হয়।