রবিবার, ১৭ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৪:১৩

ফোনে জানানো বিশেষ নির্দেশ; অঞ্চলভিত্তিক রাষ্ট্রদূতদের তদারকির দায়িত্ব—লিখিত সার্কুলার নয়, ‘অবিলম্বে অপসারণ’

বিদেশে সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিশেষ সংবাদদাতা
বিদেশে সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
ছবি : সংগৃহীত

শনিবার, ১৬ আগস্ট ২০২৫ — বিদেশে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন—দূতাবাস, হাইকমিশন, কনস্যুলেট ও কূটনীতিকদের অফিস-বাসভবন—থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

দিনভর ফোনকলে মিশনগুলোকে জানানো হয়—যেখানে রাষ্ট্রপতির ছবি ঝোলানো আছে, সেগুলো অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। একাধিক দূতাবাস সূত্রের নিশ্চিতকরণে জানা যায়, নির্দেশনা মূলত টেলিফোনে দেওয়া হয়েছে; লিখিত কোনো সার্কুলার এখনো পাঠানো হয়নি।

নির্দেশ বাস্তবায়নের অগ্রগতি অঞ্চলভিত্তিক একজন করে রাষ্ট্রদূত/হাইকমিশনার তদারকি করবেন। সংশ্লিষ্ট মিশনগুলোর সঙ্গে সমন্বয় করে তাঁরা নিশ্চিত করবেন যে নির্ধারিত সময়ের মধ্যে ছবি অপসারণ সম্পন্ন হয়েছে।

কূটনৈতিক সূত্র বলছে, এ পদক্ষেপ কার্যকর হলে বিদেশস্থ মিশন প্রাঙ্গণে কোনো রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের ছবি আর ঝুলবে না—এটাই নীতিগত বার্তা। প্রটোকলগত কারণে কোথাও কোথাও স্থানীয় নিয়ম-নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে কাজটি সম্পন্ন হতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক মুখপাত্রের পক্ষ থেকে রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত পৃথক কোনো লিখিত ব্যাখ্যা আসেনি। তবে মিশন-সূত্রের ভাষ্য, নির্দেশটি নীতি-সংগত ডেকরামের একটি পরিবর্তন, যা তাৎক্ষণিকভাবে কার্যকর করার কথা বলা হয়েছে।

মূল পয়েন্ট: ফোনে মৌখিক নির্দেশ; তদারকিতে অঞ্চলভিত্তিক রাষ্ট্রদূত; লক্ষ্য—মিশনে রাষ্ট্র/সরকারপ্রধানের কোনো ছবি থাকবে না।

তথ্যসূত্র: কূটনৈতিক ও মিশন-সংক্রান্ত একাধিক সূত্র

ডিসিকে/এমজেডএইচ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়