প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ০৪:১৩
ফোনে জানানো বিশেষ নির্দেশ; অঞ্চলভিত্তিক রাষ্ট্রদূতদের তদারকির দায়িত্ব—লিখিত সার্কুলার নয়, ‘অবিলম্বে অপসারণ’
বিদেশে সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

শনিবার, ১৬ আগস্ট ২০২৫ — বিদেশে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন—দূতাবাস, হাইকমিশন, কনস্যুলেট ও কূটনীতিকদের অফিস-বাসভবন—থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
|আরো খবর
দিনভর ফোনকলে মিশনগুলোকে জানানো হয়—যেখানে রাষ্ট্রপতির ছবি ঝোলানো আছে, সেগুলো অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। একাধিক দূতাবাস সূত্রের নিশ্চিতকরণে জানা যায়, নির্দেশনা মূলত টেলিফোনে দেওয়া হয়েছে; লিখিত কোনো সার্কুলার এখনো পাঠানো হয়নি।
নির্দেশ বাস্তবায়নের অগ্রগতি অঞ্চলভিত্তিক একজন করে রাষ্ট্রদূত/হাইকমিশনার তদারকি করবেন। সংশ্লিষ্ট মিশনগুলোর সঙ্গে সমন্বয় করে তাঁরা নিশ্চিত করবেন যে নির্ধারিত সময়ের মধ্যে ছবি অপসারণ সম্পন্ন হয়েছে।
কূটনৈতিক সূত্র বলছে, এ পদক্ষেপ কার্যকর হলে বিদেশস্থ মিশন প্রাঙ্গণে কোনো রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের ছবি আর ঝুলবে না—এটাই নীতিগত বার্তা। প্রটোকলগত কারণে কোথাও কোথাও স্থানীয় নিয়ম-নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে কাজটি সম্পন্ন হতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক মুখপাত্রের পক্ষ থেকে রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত পৃথক কোনো লিখিত ব্যাখ্যা আসেনি। তবে মিশন-সূত্রের ভাষ্য, নির্দেশটি নীতি-সংগত ডেকরামের একটি পরিবর্তন, যা তাৎক্ষণিকভাবে কার্যকর করার কথা বলা হয়েছে।
মূল পয়েন্ট: ফোনে মৌখিক নির্দেশ; তদারকিতে অঞ্চলভিত্তিক রাষ্ট্রদূত; লক্ষ্য—মিশনে রাষ্ট্র/সরকারপ্রধানের কোনো ছবি থাকবে না।
তথ্যসূত্র: কূটনৈতিক ও মিশন-সংক্রান্ত একাধিক সূত্র
ডিসিকে/এমজেডএইচ