রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   বয়ারচর সংযোগ ব্রিজ ও বেড়িবাঁধ রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন
  •   জার্মানিতে কঠিন হচ্ছে রাজনৈতিক আশ্রয়
  •   ইতালির দ্বীপে নৌকাডুবিতে নিখোঁজ ২১
  •   অভিভাবকহীনতায় দিশেহারা চাঁদপুরের আওয়ামী লীগ নেতা-কর্মীরা
  •   আহতদের দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে প্রধান উপদেষ্টা

প্রকাশ : ৩০ মে ২০২৪, ২১:০৬

মতলব উত্তরে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা

উন্নয়নকে বাস্তবে রুপ দিতে হলে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে

------------------মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এমপি

মাহবুব আলম লাভলু
উন্নয়নকে বাস্তবে রুপ দিতে হলে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে
মতলব উত্তরে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী, স্বাধীনতা পদকপ্রাপ্ত মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকলের প্রচেষ্টায় দুর্নীতি, চাঁদাবাজি, মাদক সেবন ও পাচারসহ সকল প্রকার অনৈতিক কাজ বন্ধ করা সম্ভব। জনগণের ভোগান্তির কথা চিন্তা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বপ্ন ‘স্মার্ট বাংলাদেশ’ গঠন ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন। দেশের উন্নয়নকে বাস্তবে রুপ দিতে হলে সবার আগে আইনশৃঙ্খলা স্বাভাবিকসহ মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং রোধে সবাইকে ভূমিকা রাখতে হবে।

৩০ মে বৃহস্পতিবার বিকেলে মতলব উত্তর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন ।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত ও স্মার্ট বাংলাদেশে গড়ার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছেন, তা সফল করতে গেলে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের একসঙ্গে কাজ করতে হবে। তাহলে স্মার্ট বাংলাদেশে গড়াতে সহজ হবে।

তিনি আরো বলেন, যেকোনো মূল্যে মতলব থেকে মাদক নির্মূল করতে হবে। এক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে। এলাকায় যারা মাদক বিক্রি কিংবা সেবনের সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে।

উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মানিক মিয়ার সভাপতিত্বে ও নির্বাহী অফিসার একি মিত্র চাকমা পরিচালনায় বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান রিয়াজুল হাসান রিয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান লাভলী চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, কৃষি কর্মকর্তা ফয়সাল মোহম্মদ আলী, উপজেলা প্রকৌশলী মোঃ মনির হোসেন খান, মতলব উত্তর থানার ওসি আলমগীর হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র দাস, উপজেলা পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আক্তার হিমু, প্রাথমিক শিক্ষা অফিসার সফিকুল ইসালম, মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলম, পল্লী বিদ্যুতের এজিএম মোঃ রায়হানুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান তপু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব, গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম ঢালী মুন্না, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খোকন, ফরাজি কান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ রেজাউল করিম, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সরকার মুকুল, কলাকান্দা ইউপি চেয়ারম্যান সোবহান সরকার সুভা প্রমুখ।

পরে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মানিক মিয়া, ভাইস চেয়ারম্যান রিয়াজুল হাসান রিয়াজ ও মহিলা ভাইস চেয়ারম্যান লাভলী চৌধুরীকে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা প্রশাসন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়