বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ২০:২১

মতলব উত্তরে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

শেখ হাসিনার কারণেই সম্ভব হয়েছে বাংলাদেশের ঘুরে দাঁড়াবার

---নূরুল আমিন রুহুল এমপি

মাহবুব আলম লাভলু
শেখ হাসিনার কারণেই সম্ভব হয়েছে বাংলাদেশের ঘুরে দাঁড়াবার
মতলব উত্তরে উপজেলায় দুঃস্থ গরীব ও অসহায় পরিবারের মাঝে ডেউটিন ও গৃহ নির্মাণের মঞ্জুরির চেক বিতরণ করছেন অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নূরুল আমিন রুহুল এমপি বলেছেন, স্বাধীনতা বিরোধী, খুনি ও অগ্নি সন্ত্রাসীরা যেন আর কখনোই ক্ষমতায় ফিরতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগে হাল ধরার একমাত্র বিশ্বস্ত ও আস্থাভাজন হিসেবে আবির্ভূত হয়েছিলেন জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশ কোথায় ছিল, আর এখন কোথায় আছে? একবার ভেবে দেখলে অবশ্যই অকপটে স্বীকার করতে হবে, একমাত্র শেখ হাসিনার কারণেই সম্ভব হয়েছে বাংলাদেশের ঘুরে দাঁড়াবার শক্তি সঞ্চয় ও হিম্মত প্রতিষ্ঠা।

৯ নভেম্বর বৃহস্পতিবার সকালে চাঁদপুরের মতলব উত্তরে উপজেলায় দুঃস্থ, গরিব ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মাণের মঞ্জুরির চেক বিতরণ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

নূরুল আমিন রুহুল এমপি বলেন, আওয়ামী শাসনামলে যে উন্নয়ন ও সফলতা অর্জিত হয়েছে তা নজিরবিহীন। আজ সারা বিশ্ব বাংলাদেশের অগ্রযাত্রার বিস্মিত। একটি দরিদ্র দেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। ভিক্ষুকের হাত কর্মীর হাতে পরিণত হয়েছে। সাম্প্রতিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর সারা বিশ্বে বাংলাদেশকে নতুনভাবে চিনিয়েছে। আইএমএফ ও বিশ্ব ব্যাংক বাংলাদেশের প্রসংশায় পঞ্চমুখ। তারাও জোর দিয়ে বলেছেন, বাংলাদেশের স্বার্থে ও জনগণের সার্বিক কল্যাণে শেখ হাসিনার কোনও বিকল্প নেই।

তিনি বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। আপনারা জানেন ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক চালু করেন কিন্তু ২০২১ সালে আগুন সন্ত্রাসী বিএনপি ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। পুনরায় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক চালুর করে।

মতলববাসীদের উদ্দেশ্য নূরুল আমিন রুহুল বলেন, তাই আগামী নির্বাচনে মতলব-গজারিয়া ঝুলন্ত ব্রিজ বাস্তবায়ন করতে হলে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের আমলে মতলব উত্তর ও দক্ষিণ এলাকার জনপদে উন্নয়নের ছোঁয়া লেগেছে। দেশের বিভিন্ন দুর্যোগে সরকার সাধারণ মানুষের পাশে থেকে তাদের দুঃখ-দুর্দশা লাঘবের জন্যে বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম গ্রহণ করেছে । এর ফলশ্রুতিতে আপনারা ইতিমধ্যে এর সুবিধা ভোগ করছেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেবের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহিদ উল্যাহ মাস্টার, জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য তাসলিমা আক্তার আখি, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আব্দুর রব প্রধান, ছেংগারচর পৌর কাউন্সিলর হারিছ খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্যাহ চৌধুরী, উপজেলা যুবলীগের সদস্য আশরাফুল আলম মিলন, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, যুবলীগ নেতা ওমর খান, সাংবাদিক জাকির হোসেন বাদশা, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর নবী খান।

এ সময় ৪০ জন দুঃস্থ, গরিব ও অসহায় পরিবারের মাঝে ডেউটিন ও গৃহ নির্মাণের জন্যে মঞ্জুরির চেক বিতরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়