সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার
  •   দৈনিক ইনকিলাবের প্রশাসনিক কর্মকর্তা শহীদুল্লাহ্ মিজির দাফন সম্পন্ন
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা

প্রকাশ : ১০ আগস্ট ২০২১, ২০:২৮

শতভাগ যাত্রী নিয়ে চলবে লঞ্চ ট্রেন ও বাস, বাড়তি ভাড়া প্রত্যাহার

মিজানুর রহমান
শতভাগ যাত্রী নিয়ে চলবে লঞ্চ ট্রেন ও বাস, বাড়তি ভাড়া প্রত্যাহার

সারাদেশের ন্যায় চাঁদপুরে বুধবার ১১ আগস্ট থেকে শতভাগ আসনে যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করবে। একই সঙ্গে লঞ্চের বাড়তি ভাড়া প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। মঙ্গলবার ১০ আগস্ট সচিবালয়ে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভাশেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

অপর দিকে, সিডিউল অনুুযায়ী সড়ক পথে চলাচল করবে সকল রুটের বাস এবং চাঁদপুর-লাকসাম ও ফেনী- চট্টগ্রাম রুটের দুটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

চাঁদপুর নদী বন্দর কর্মকর্তা এম কায়সারুল ইসলাম জানান, আজ বুধবার ভোর ৬টা থেকে সিডিউল অনুুযায়ী চাঁদপুর-ঢাকা ও চাঁদপুর-নায়ারয়গঞ্জগামী লঞ্চগুলো ছেড়ে যাবে। আসন অনুুযায়ী প্রতিটি লঞ্চ যাত্রীবহন করবে। অতিরিক্ত ভাড়া প্রত্যাহার করায় বাড়তি ভাড়া নেওয়া যাবে না।

অপরদিকে চাঁদপুর রেলওয়ে স্টেশন মাস্টার সোয়াইবুল সিকদার জানান, সিডিউল অনুযায়ী ভোর পাঁচটায় মেঘনা এক্সপ্রেস ট্রেন চাঁদপুর থেকে যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং চট্টগ্রাম থেকে সাগরিকা এক্সপ্রেস ট্রেন দুপুর বেলা সাড়ে বারোটায় চাঁদপুর আসার পর দুপুর আড়াইটায় পুনরায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

তবে ডেম্যু ট্রেন চলবে না। তিনি আরো বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী অনলাইনে ৫০% এবং কাউন্টারে ৫০% ট্রেনের টিকিট দেয়া হবে। আসনবিহীন কোন টিকেট বিক্রি হবে না।

অপরদিকে, চাঁদপুর বাস স্ট্যান্ড সূত্রে জানা যায়, চাঁদপুর-কুমিল্লা, চাঁদপুর-চট্টগ্রাম, চাঁদপুর-ঢাকা, চাঁদপুর লক্ষ্মীপুর এবং সিলেট রুটে সময়সূচি অনুযায়ী বাস চলাচল করবে। করোনা সংক্রমণ রোধে টানা লকডাউনে অনেক দিন গণপরিবহন বন্ধ ছিল। অবশেষে সরকার মানুষের জীবন-জীবিকার প্রশ্নে আবারও লকডাউন শিথিল করে গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে। এতে জনমনে স্বস্তি ফিরে আসলেও করোনা সংক্রমনের শঙ্কা থেকেই যাচ্ছে। করোনা মহামারী কোন পর্যায়ে গিয়ে থেকে এখন সেটাই দেখার অপেক্ষা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়