প্রকাশ : ৩০ অক্টোবর ২০২২, ০০:০০
জেলেদের জালে ধরা পড়ছে নদীর বড় বড় পাঙ্গাশ
মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনা নদীতে মাছ ধরতে নেমেছেন জেলেরা। ২৮ অক্টোবর সন্ধ্যার পর থেকে চাঁদপুরের জেলেরা ইলিশ শিকারে হুমড়ি খেয়ে পড়েন নদীতে। সন্ধ্যার জোয়ারে রাতেই মোটামুটি কিছু ইলিশ পান স্থানীয় জেলেরা। কিন্তু ২৯ অক্টোবর শনিবার সকালে নদীতে দেখা যায় ভিন্ন চিত্র। লাল রঙের কট সুতার তৈরি জালে ধরা পড়ছে বড় বড় পাঙ্গাশ। ইলিশের বদলে পাঙ্গাশ পেয়ে বেজায় খুশি জেলেরা।
|আরো খবর
রাজরাজেশ্বর মিনি কক্সবাজার এলাকার জাহজাহান মোল্লা জানান, তার জেলে নৌকায় কয়েক ‘খেও’ দিয়ে ২৪টা পাঙ্গাশ মাছ পেয়েছেন। চেয়ারম্যান হযরত আলী বেপারীর আড়তে সাড়ে ২২ হাজার থেকে ২৩ হাজার মণ ধরে এই পাঙ্গাশ মাছ বিক্রি করেন। প্রতিটি পাঙ্গাশ মাছের ওজন হবে ৭-৯ কেজি।
মৎস্যজীবী নেতা শাহআলম মল্লিক বলেন, এই সময় নদীতে বড় বড় পাঙ্গাশ ধরা পড়ে। মা ইলিশের অভিযান শেষ হলে জেলের জালে এই পাঙ্গাশ ধরা পড়ে।
গতকাল একদিনে ৩ থেকে ৪শ’ মণ পাঙ্গাশ আড়তে বিক্রি হয়েছে বলে চাঁদপুর বড়স্টেশন মাছঘাট সূত্রে জানা যায়। অন্যান্য সময় এমন পাঙ্গাশের আমদানি হয় না। গতকাল ইলিশের সাথে প্রচুর নদীর পাঙ্গাশ মাছের দেখা মিলে আড়তগুলোতে।