প্রকাশ : ২৮ মে ২০২৫, ১৮:৪৪
মেঘনায় পাঙ্গাশের ফাঁদসহ কারেন্ট জাল জব্দ

চাঁদপুর সদরে মেঘনা নদীতে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ৩টি পাঙ্গাশ ধরার চাঁই (ফাঁদ) ও ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
|আরো খবর
তিনি বলেন, অভিযানে নেতৃত্ব দেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর। মেঘনা নদীর রাজরাজেশ্বর এলাকার মিনি কক্সবাজার থেকে গাজীর টেক পর্যন্ত অভিযান চালিয়ে তিনটি পাঙ্গাস মাছ ধরার চাঁই (ফাঁদ) এবং ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এই ঘটনায় কেউ আটক হয়নি। পরবর্তীতে এসব চাঁই ও জাল কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সহকারী পরিচালক, সহকারী মৎস্য অফিসার, ক্ষেত্রসহকারী, কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের অন্যরা উপস্থিত ছিলেন। সূত্র : যুগান্তর।