প্রকাশ : ১৭ এপ্রিল ২০২২, ০০:০০
আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস
আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের জন্ম ইতিহাসের সাথে এ দিবসটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। এদেশের মুক্তি-সংগ্রামের ইতিহাসে এ দিবসটি অনেক গুরুত্ব বহন করে। ১৭৫৭ সালে পলাশীর আম্রকাননে বাংলার স্বাধীনতার যে সূর্য অস্তমিত হয়েছিলো, ২শ' ১৪ বছর পর ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলায় মুজিবনগর সরকার গঠনের মধ্য দিয়ে সে সূর্য আবার উদিত হয়। এই মুজিবনগর সরকারের নেতৃত্বেই স্বাধীনতার নয় মাস বাঙালির মুক্তি-সংগ্রাম চলে। অবশেষে ১৯৭১-এর ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। সেদিন বিশ্বের মানচিত্রে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। সেজন্যে মুজিবনগর দিবসের গুরুত্ব বাঙালি জাতির কাছে অপরিসীম।
|আরো খবর
কর্মসূচি : দিবসটি উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আজ সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৭টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হবে।