প্রকাশ : ১৭ এপ্রিল ২০২২, ২০:১০
চীনের কুনমিংয়ে মুজিবনগর দিবস পালিত
চীনে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রেরিত বাণী পাঠ করা হয়। চীনের কুনমিংয়ে বাংলাদেশের জেনারেল এ এফ এম আমিনুল ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
|আরো খবর
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে কনসাল জেনারেল এ এফ এম আমিনুল ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতা কে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বাঙালির স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ পথ পরিক্রমার কথা উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধুর ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে যে পথ চলা শুরু হয়েছিল তা ১০ এপ্রিল ১৯৭১ এ সরকার গঠন এবং পরবর্তীতে ১৭ এপ্রিল দেশী বিদেশী সাংবাদিকদের উপস্থিতিতে মুজিবনগরে আনুষ্ঠনিকভাবে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। তিনি জাতির ইতিহাসে এ দিনের তাৎপর্য তুলে ধরেন এবং সবাইকে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহবান জানান।
স্বাস্থ্য সুরক্ষা বিধি অনুসরণ করে, এ দেশে বসবাসকারী বাংলাদেশী ব্যবসায়ীগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে। প্রথম সচিব (উপসচিব) মোঃ বজলুর রশীদ অনুষ্ঠান পরিচালনা করেন।