সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৫ জুলাই ২০২১, ১৯:৩৯

এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নের ধরণ, সময় ও মানবণ্টন নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

রাসেল হাসান
এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নের ধরণ, সময় ও মানবণ্টন নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

আগামী নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে এসএসসি ও ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়ার ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। ১৫ জুলাই বৃহস্পতিবার ভার্চুয়াল বৈঠক শেষে ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে অটোপাশ নয় বরং মূল্যায়নের মাধ্যমে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, সকল বিষয়ে নয় শুধুমাত্র প্রতি গ্রুপের নৈর্বাচনিক (গ্রুপ নেওয়ার সময় যে বিষয়গুলো শিক্ষার্থী নির্বাচন করেছিলো) তিনটি বিষয় নিয়ে স্থগিত হওয়া বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে (ঐচ্ছিক বিষয় ব্যতিত)।

শিক্ষামন্ত্রীর ঘোষণার পর সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন প্রশ্নের ধরন ও পরীক্ষার সময় কেমন হবে। জবাবে শিক্ষামন্ত্রী বলেন, অর্ধেক সময়ে পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ তিন ঘণ্টার পরীক্ষা হবে দেড় ঘণ্টায়। আর প্রশ্নপত্র এখন যেভাবে বহুনির্বাচনী ও রচনামূলক হয়, সেভাবেই হবে। তবে এক্ষেত্রে শিক্ষার্থীরা প্রশ্ন বাছাই করার ক্ষেত্রে বেশি সুযোগ পাবে। যেমন আগে যেখানে ১০টি প্রশ্নের মধ্যে থেকে ৮টির উত্তর দিতে হতো, সেখানে এখন হয়তো সেই ১০টি প্রশ্নই থাকবে। তবে তার মধ্যে তিনটি বা চারটির উত্তর দিতে বলা হতে পারে।

অর্থাৎ শিক্ষার্থীদের প্রশ্ন বেছে নেওয়ার সুযোগ বেড়ে যাবে। আর প্রতি বিষয়ে মোট নম্বর ১০০–এর বদলে ৫০ নম্বর করা হবে। পরে এই ৫০ নম্বরকে ১০০–তে রূপান্তর করে পরীক্ষার ফল দেওয়া হবে বলে জানান দীপু মনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়