শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৮ মার্চ ২০২২, ১৭:২৪

সরকারের ভাবমূর্তি নষ্টে অসাধু লোক দ্রব্যমূল্যের ওপর প্রভাব ফেলছে : শিক্ষামন্ত্রী

মিজানুর রহমান
সরকারের ভাবমূর্তি নষ্টে অসাধু লোক দ্রব্যমূল্যের ওপর প্রভাব ফেলছে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্যে অসাধু চক্র দ্রব্যমূল্যের ওপর প্রভাব ফেলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখার জন্যে সরকারের অনেকগুলো মন্ত্রণালয় ও সংস্থা কাজ করছে। দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্যে সরকারের পূর্ণ প্রচেষ্টা আছে। আমরা মনে করি, সমস্ত পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে।

শুক্রবার ১৮ মার্চ দুপুরে আড়াইশ’ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে আইসিইউ বেড উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, সারাদেশের মতো চাঁদপুরেও স্বাস্থ্যসেবার আমূল পরিবর্তন হয়েছে। এই হাসপাতালে আইসিইউ চালু হওয়ার পাশাপাশি ভবিষ্যতে ডায়ালাইসিস সেন্টারসহ আরও বেশ কিছু সুবিধা যুক্ত করা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ফের করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার কোনো কারণ না থাকায় চলমান শিক্ষা প্রতিষ্ঠান অব্যাহতভাবে চালু থাকবে। করোনা পরিস্থিতি ছাড়াও সাধারণ সময়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়ার জন্যে ব্ল্যান্ডড ন্যাশনাল এডুকেশন পলিসি চালু করবে সরকার। এজন্যে টাস্কফোর্স গঠন করে জাতীয় নীতিমালা তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। ফলে অনলাইন এবং অফলাইন এ দুটো মাধ্যমেই শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ একেএম মাহাবুবুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল, পিপি রণজিত রায় চৌধুরী, পিপি সাইয়্যেদুল ইসলাম বাবু, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়