প্রকাশ : ১৫ জুলাই ২০২১, ১৯:০৫
কমেছে শনাক্তের হার, বেড়েছে মৃত্যু : ২৪ ঘণ্টায় মৃত্যু ২২৬, শনাক্ত ১২,২৩৬
মহামারি করোনায় গত ২৪ ঘণ্টায় কিছুটা কমেছে শনাক্তের হার তবে বেড়েছে মৃত্যুর সংখ্যা। ১৪ জুলাই বুধবার সারাদেশে ২১০ জনের প্রাণহানি ঘটলেও আজ ১৫ জুলাই বৃহস্পতিবার সারাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৬ জন। অপরদিকে বুধবার সারাদেশে নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিলো ২৯.১৪ শতাংশ আজ বৃহস্পতিবার শনাক্তের হার কিছুটা কমে ২৭.২৩ শতাংশ।
|আরো খবর
যদিও পূর্ব দিনের রিপোর্টের তুলনায় গত ২৪ ঘণ্টায় সারাদেশে পরীক্ষা হয়েছে বেশি। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৪২ হাজার ৪৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছিলো ২৯ দশমিক ১৪ শতাংশ। অপরদিকে বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মোট ৪৪ হাজার ৯৪১ জনের পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার নির্ধারণ হয় ২৭.২৩%।
দেশে গত ২৪ ঘণ্টায় ২২৬ জন সহ এ পর্যন্ত মোট প্রাণ হারায় ১৭ হাজার ২শ' ৭৮ জন। অপরদিকে নতুন ১২ হাজার ২শ' ৩৬ জন সহ মোট আক্রান্ত হয় ১০ লাখ, ৭১ হাজার, ৭শ' ৭৪ জন। নতুন ৮ হাজার ৩শ' ৯৫ জন সহ মোট সুস্থ হয় ৯ লাখ ৫ হাজার, ৮শ' ৭ জন।
আজ ১৫ জুলাই বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। আজ থেকে লকডাউন শিথিল হলেও সকলকে জনসমাগম এড়িয়ে সামাজিক দূরুত্ব বজায় রেখে মাস্ক পড়ে চলাচলের অনুরোধ জানায় স্বাস্থ্য অধিদপ্তর।