প্রকাশ : ১৮ জুন ২০২১, ১৪:২২
হাজীগঞ্জে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
হাজীগঞ্জে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষক কৃষানীর মাঝে দুই দিন ব্যাপি প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার উপজেলা কৃষি প্রশিক্ষন হলরুমে দুইদিন ব্যাপি প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। হাজীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২০-২১ অর্র্থ বছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় প্রশিক্ষনে ১৫ পরিবারে ৩০ জন কৃষক কৃষানী অংশ গ্রহন করেন। বসতবাড়িতে পারিবারিক মডেল পুষ্টি বাগান স্থাপন বিষয় নিয়ে কৃষক কৃষানীদের মাঝে প্রশিক্ষন দেওয়া হয়। প্রশিক্ষনে বাড়ির আঙ্গিনায় পতিত জমিকে কাজে লাগিয়ে সবজি পুষ্টি নিরাপত্তা অর্জনের উপর গুরুর্ত দেওয়া হয়।
|আরো খবর
প্রশিক্ষনের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত উপ-পরিচালক ড. মো. আনিছুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাজেদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. আজাদ হোসেন।