মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২২, ২২:৫৮

টিকার সনদ ছাড়া রেস্তোরাঁয় খাওয়া যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

চাঁদপুরকণ্ঠ রিপোর্ট
টিকার সনদ ছাড়া রেস্তোরাঁয় খাওয়া যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

করোনার টিকা নেওয়া ছাড়া রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না। ১৫ দিন পর থেকে রেস্তোরাঁয় খেতে হলে টিকা নেওয়ার সনদ বা কার্ড দেখাতে হবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করবে।

এ কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগে অমিক্রন মোকাবিলায় প্রস্তুতি বিষয়ে আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন জাহিদ মালেক। তিনি বলেন, সভায় আরেকটি তাগিদ দেওয়া হয়েছে, সবাই যাতে টিকা নেন। টিকা যাঁরা নিয়েছেন, তাঁরা রেস্টুরেন্টে খেতে পারবেন। অফিসে যেতে পারবেন। বিভিন্ন কাজ স্বাভাবিকভাবে করতে পারবেন, মাস্ক পরা অবস্থায়। কিন্তু টিকা যদি না নিয়ে থাকেন, তাহলে তাঁরা রেস্টুরেন্টে খেতে পারবেন না। দেখাতে হবে টিকার সনদ। তবেই সেই রেস্টুরেন্ট তাঁকে এন্টারটেইন করবে।

টিকার কার্ড ছাড়া কাউকে পাওয়া গেলে সেই রেস্তোরাঁকেও জরিমানা গুনতে হবে বলে হুঁশিয়ারি দেন জাহিদ মালেক। তিনি বলেন, ‘যদি কেউ এ কাজ করেন, তাহলে সেই রেস্টুরেন্টকেও জরিমানা করা হবে। এটি বাস্তবায়নে ১৫ দিন সময় দেওয়া হবে। এ বিষয়ে ক্যাবিনেট থেকে সার্কুলার ইস্যু হবে। ১৫ দিন পর এটি বাস্তবায়িত হতে পারে।’

সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় যত অনুষ্ঠান আছে, সেগুলোতে মানুষের সংখ্যা যাতে কম হয়, সেই বিষয়ে সোমবারের সভা থেকে তাগিদ দেওয়া হয়েছে। নীতিগতভাবে ইতিবাচক আলোচনা হয়েছে যে এটি করা হবে। এ ছাড়া গণপরিবহনে যত আসনের ব্যবস্থা আছে, তা যাতে কমিয়ে চালানো হয়, সে নিয়েও আলোচনা হয়েছে। মন্ত্রী বলেন, তাঁরা আশা করছেন, এ বিষয়ে সিদ্ধান্ত পাবেন। এ ছাড়া সব জায়গায় মাস্ক পরতে হবে। না হলে জরিমনা করা হবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়