মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২১, ০০:০০

ইউনিয়ন পরিষদ নির্বাচন

হাজীগঞ্জ ও শাহরাস্তিতে চেয়ারম্যান পদে নৌকা ১১, স্বতন্ত্র ১০ প্রার্থী নির্বাচিত

হাজীগঞ্জ ও শাহরাস্তিতে চেয়ারম্যান পদে নৌকা ১১, স্বতন্ত্র ১০ প্রার্থী নির্বাচিত
কামরুজ্জামান টুটুল ও মোঃ মঈনুল ইসলাম কাজল ॥

শান্তিপূর্ণভাবে হাজীগঞ্জ ও শাহরাস্তিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটাররা তাদের ভোট প্রদান করেছেন। সন্ধ্যায় দুটি উপজেলার ইউনিয়নের কেন্দ্রগুলো থেকে ফলাফলের ঘোষণা আসতে থাকে। এরপর রিটার্নিং কর্মকর্তা নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। দুটি উপজেলা থেকে প্রাপ্ত তথ্যমতে, মোট ২১টি ইউনিয়নের মধ্যে নৌকা প্রতীক নিয়ে ১১ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিভিন্ন প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোট ১০ জন। গতকাল রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

হাজীগঞ্জের অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ১১টি ইউনিয়নের মধ্যে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছে ৬ জন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র ২ জন ও স্বতন্ত্র তথা বিএনপি বিজয়ী হয়েছে ৩টিতে।

এর মধ্যে রাজারগাঁও ইউনিয়নে নৌকা প্রতীকে আব্দুল হাদি, বাকিলা ইউনিয়নে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মিজানুর ( বিএনপি), ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নে নৌকা প্রতীকে মানিক হোসেন প্রধানীয়া, ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নে স্বতন্ত্র আনারস প্রতীকে গোলাম মোস্তফা স্বপন (বিএনপি), ৫নং সদর ইউনিয়নে স্বতন্ত্র আনারস প্রতীকে ইউসুফ প্রধানীয়া সুমন (যুবলীগ), ৬নং বড়কুল ইউনিয়নে স্বতন্ত্র আনারস প্রতীকে মজিবুর রহমান (যুবলীগ), ৭নং বড়কুল স্বতন্ত্র আনারস প্রতীকে নুরুল আমিন হেলাল ( বিএনপি), ৮নং হাটিলা ইউনিয়নে নৌকা প্রতীকে মোস্তফা কামাল মজুমদার, ৯নং গন্ধব্যপুর নৌকা প্রতীকে কাজী নুরুর রহমান বেলাল, ১০নং গন্ধব্যপুর ইউনিয়নে নৌকা প্রতীকে গিয়াস উদ্দিন বাচ্ছু, ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নে নৌকা প্রতীকে মজিবুর রহমান মজুমদারকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।

রাজারগাঁও ইউনিয়নে ১৯৫১৬ ভোটের মধ্যে ১১১০৫ ভোট সংগ্রহীত হয়। এর মধ্যে ১১০৭৭ ভোট বৈধ ও ২৮ ভোট বাতিল। বৈধ ভোটের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাদী মিয়া ৫৭৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকে মো. রফিকুল ইসলাম পাটওয়ারী ৪৬৬৪ ভোট পেয়েছেন।

বাকিলা ইউনিয়নে ১৯৯০৮ ভোটের মধ্যে ১২৯৯৪ ভোট সংগ্রহীত হয়। এর মধ্যে ১২১৫৬ ভোট বৈধ ও ৮৩৮ ভোট বাতিল হয়। বৈধ ভোটের মধ্যে আনারস প্রতীকে মিজানুর রহমান মিলন ৫৭০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ও আওয়ামী লীগের নৌকা প্রতীকে মুহাম্মদ হাবিবুর রহমান লিটন ৪০৬৬ ভোট পেয়েছেন।

কালচোঁ উত্তর ইউনিয়নে ১৩৩৩২ ভোটের মধ্যে ৯০১৯ ভোট সংগ্রহীত হয়। এর মধ্যে ৮৮০৫ ভোট বৈধ ও ২১৪ ভোট বাতিল হয়। বৈধ ভোটের মধ্যে নৌকা প্রতিকর প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. মানিক হোসেন প্রধানীয়া ৬৫৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের প্রার্থী মো. আব্দুল মতিন মজুমদার ২২৫৮ ভোট পেয়েছেন।

কালচোঁ দক্ষিণ ইউনিয়নে ২৩৬১২ ভোটের মধ্যে ১৪৭৫০ ভোট সংগ্রহীত হয়। এর মধ্যে ১৪৩৭৯ ভোট বৈধ ও ৩৭১ ভোট বাতিল। বৈধ ভোটের মধ্যে ঘোড়া প্রতীকে গোলাম মোস্তফা স্বপন ৮৯১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ও আওয়ামী লীগের নৌকা প্রতীকে আকতার হোসেন মিকন ৪৮৪৭ ভোট পেয়েছেন।

হাজীগঞ্জ সদর ইউনিয়নে ২৯০৩১ ভোটের মধ্যে ১৭৬৫১ ভোট সংগ্রহীত হয়। এর মধ্যে ১৭১৭২ ভোট বৈধ ও ৪৭৯ ভোট বাতিল। বৈধ ভোটের মধ্যে আনারস প্রতীকে ইউসুফ প্রধানীয়া সুমন ৯৯০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ও আওয়ামী লীগের নৌকা প্রতীকে আলহাজ্ব সফিকুল ইসলাম মীর ৫৪৭০ ভোট পেয়েছেন।

বড়কুল পূর্ব ইউনিয়নে ২০৩৮৫ ভোটের মধ্যে ১৪২৬১ ভোট সংগ্রহীত হয়। এর মধ্যে ১৩৮৭৯ ভোট বৈধ ও ৩৮২ ভোট বাতিল। বৈধ ভোটের মধ্যে আনারস প্রতীকে মজিবুর রহমান মজিব ৬১১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ও আওয়ামী লীগের নৌকা প্রতীকে আহসান হাবিব ৪২১২ ভোট পেয়েছেন।

বড়কুল পশ্চিম ইউনিয়নে ১৪৪৩৫ ভোটের মধ্যে ৯৭৬৮ভোট সংগ্রহীত হয়। এর মধ্যে ৯৫০৮ ভোট বৈধ ও ২৬০ ভোট বাতিল। বৈধ ভোটের মধ্যে আনারস প্রতীকে নুরুল আমিন হেলাল ৪৮৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ও আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনির হোসেন গাজী ৪৬১৮ ভোট পেয়েছেন।

হাটিলা পূর্ব ইউনিয়নে ১৭৭০০ ভোটের মধ্যে ১১৪০২ ভোট সংগ্রহীত হয়। এর মধ্যে ১১১০৫ ভোট বৈধ ও ২৯৭ ভোট বাতিল। বৈধ ভোটের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী মোস্তফা কামাল মজুমদার ৩৫৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী মোশারফ হোসেন ৩৫১৮ ভোট পেয়েছেন।

গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ১৭২৭২ ভোটের মধ্যে ১১৯২২ ভোট সংগ্রহীত হয়। এর মধ্যে ১০৫৯৪ ভোট বৈধ ও ৩২৮ ভোট বাতিল। বৈধ ভোটের মধ্যে নৈৗকা প্রতীকের প্রার্থী কাজী নুরুর রহমান বেলাল ৫৭১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকে মো. রফিকুল ইসলাম মেলেটারী ৪২৮১ ভোট পেয়েছেন।

গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে ১৫৫২৭ ভোটের মধ্যে ১০১১০ ভোট সংগ্রহীত হয়। এর মধ্যে ৯৮৩৬ ভোট বৈধ ও ২৭৪ ভোট বাতিল। বৈধ ভোটের মধ্যে নৈৗকা প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন বাচ্চু ৬৫৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী আনারস প্রতীকে মো. নাসির উদ্দিন ২৩০১ ভোট পেয়েছেন।

হাটিলা পশ্চিম ইউনিয়নে ১২৩৭৪ ভোটের মধ্যে ৮৯৯২ ভোট সংগ্রহীত হয়। এর মধ্যে ৮৮৩১ ভোট বৈধ ও ১৬১ ভোট বাতিল। বৈধ ভোটের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী একেএম মজিবুর রহমান ৪৮৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ঘোড়া প্রতীকে মো. ইমাম হোসেন লিটন ৩৪৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নে ৩০৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন নৌকা প্রতীকের প্রার্থী মোঃ রুহুল আমিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে মোঃ জাহাঙ্গীর আলম পেয়েছেন ২৩৪১ ভোট।

মেহের উত্তর ইউনিয়নে আনারস প্রতীক ২৯৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জহিরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে মোঃ মনির হোসেন পেয়েছেন ১১৯৩ ভোট।

রায়শ্রী উত্তর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ৫১১৩ ভোট নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ মোশারফ হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান সেলিম পাটোয়ারী লিটন পেয়েছেন ৪৬৫৫ ভোট।

রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ৩৭৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আঃ রাজ্জাক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল বাসার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৪০৬ ভোট, আনারস প্রতীক নিয়ে মাহবুব আলম পেয়েছেন ২৯৫৮।

সূচিপাড়া উত্তর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে ৬৩৭২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ মোস্তফা কামাল মজুমদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে হাবিবুর রহমান পাটোয়ারী পেয়েছেন ৫৯৯৫ ভোট।

সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে ৫৬৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মাহতাব উদ্দিন হেলাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান আঃ রশিদ চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯৪৭ ভোট।

চিতোষী পশ্চিম ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে ৬৬৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে জাহাঙ্গীর মোহাম্মদ আদেল পেয়েছেন ৪৭৩৫ ভোট।

চিতোষী পূর্ব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আলম বেলাল আনারস প্রতীক নিয়ে ৫৬৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু ইউসুফ পাটোয়ারী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪০২৪ ভোট।

টামটা উত্তর ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে ওমর ফারুক দর্জি ৭১১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আলমগীর কবির পলাশ পেয়েছেন ৬৩৮২ ভোট।

টামটা দক্ষিণ ইউনিয়নে চশমা প্রতীক বর্তমান চেয়ারম্যান জহিরুল ইসলাম মানিক ৪২৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাল হোসেন পেয়েছেন ৩৩৯৬ ভোট। নৌকা প্রতীক নিয়ে সফিকুর রহমান পেয়েছেন ২৮৫১ ভোট।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়