প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১৪:৫৮
ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে ৫২ কেজি গাঁজা উদ্ধার

শনিবার (২৫ অক্টোবর ২০২৫) ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে ৫২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। স্মরণকালের এ সফল অভিযানে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম পিপিএম-সেবা।
|আরো খবর
শনিবার দুপুরে পুলিশ মিডিয়া চাঁদপুর-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান জানান, ফরিদগঞ্জ থানায় কর্মরত এসআই মোহাম্মদ আরিফুর রহমান সরকার, এসআই শেখ আশরাফুল আলম সঙ্গীয় ফোর্সের সহায়তায় ফরিদগঞ্জ উপজেলার সকদিরামপুর গ্রামের আসামী মো. খলিলুর রহমান (৬০) (পিতা-সিরাজুল ইসলাম, সাং-সকদিরামপুর, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর)-এর বসত বাড়ির গোসলখানা থেকে এ বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। গোপন সংবাদে জানা যায় যে, শনিবার ভোর ৬টায় একটি অজ্ঞাতনামা সাদা প্রাইভেটকারযোগে খলিলুর রহমান ও তার সহযোগী আল-আমীন (৩০) (পিতা-খলিলুর রহমান, সাং-সকদীরামপুর) ও মো. রুবেল (৩০) (পিতা-শাহজাহান প্রকাশ সাজু গাজী, সাং সকদীরামপুর, ১নং ইউনয়িন ২নং ওর্য়াড, থানা- ফরদিগঞ্জ, জেলা-চাঁদপুর)সহ অজ্ঞাতনামা ২/৩ জনের সহায়তায় তার বসত ঘরের গোসলখানায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য (গাঁজা) মজুদ রেখেছে। পুলিশ এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে মো. খলিলুর রহমান(৬০)কে গ্রেফতার করত তার বসতঘরের গোসলখানা হতে ৫২ (বায়ান্ন) কেজি গাঁজা উদ্ধার করে। ঘটনাস্থল হতে আরিফ ও রুবেল নামে দুজন আসামী পালিয়ে যায়। এ বিষয়ে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।








