রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১৪:৫৮

ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে ৫২ কেজি গাঁজা উদ্ধার

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে ৫২ কেজি গাঁজা উদ্ধার

শনিবার (২৫ অক্টোবর ২০২৫) ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে ৫২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। স্মরণকালের এ সফল অভিযানে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম পিপিএম-সেবা।

শনিবার দুপুরে পুলিশ মিডিয়া চাঁদপুর-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান জানান, ফরিদগঞ্জ থানায় কর্মরত এসআই মোহাম্মদ আরিফুর রহমান সরকার, এসআই শেখ আশরাফুল আলম সঙ্গীয় ফোর্সের সহায়তায় ফরিদগঞ্জ উপজেলার সকদিরামপুর গ্রামের আসামী মো. খলিলুর রহমান (৬০) (পিতা-সিরাজুল ইসলাম, সাং-সকদিরামপুর, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর)-এর বসত বাড়ির গোসলখানা থেকে এ বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। গোপন সংবাদে জানা যায় যে, শনিবার ভোর ৬টায় একটি অজ্ঞাতনামা সাদা প্রাইভেটকারযোগে খলিলুর রহমান ও তার সহযোগী আল-আমীন (৩০) (পিতা-খলিলুর রহমান, সাং-সকদীরামপুর) ও মো. রুবেল (৩০) (পিতা-শাহজাহান প্রকাশ সাজু গাজী, সাং সকদীরামপুর, ১নং ইউনয়িন ২নং ওর্য়াড, থানা- ফরদিগঞ্জ, জেলা-চাঁদপুর)সহ অজ্ঞাতনামা ২/৩ জনের সহায়তায় তার বসত ঘরের গোসলখানায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য (গাঁজা) মজুদ রেখেছে। পুলিশ এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে মো. খলিলুর রহমান(৬০)কে গ্রেফতার করত তার বসতঘরের গোসলখানা হতে ৫২ (বায়ান্ন) কেজি গাঁজা উদ্ধার করে। ঘটনাস্থল হতে আরিফ ও রুবেল নামে দুজন আসামী পালিয়ে যায়। এ বিষয়ে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়