প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১৭:৩১
রামগঞ্জে আলোচিত মা-মেয়ে হত্যাকাণ্ডে খুনিদের ফাঁসির দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

লক্ষ্মীপুরের রামগঞ্জে বহুল আলোচিত মা-মেয়ে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তার সহ ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রামগঞ্জের সোনাপুর বাজারের ব্যবসায়ীরা। রামগঞ্জের সোনাপুর বাজার ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সোমবার সোনাপুর বাজারের ওয়াপদা সড়কে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত ওই মানববন্ধনে সভাপতিত্ব করেছেন বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাস্টার আবুল হোসেন। এ সময় রামগঞ্জের জোড়া খুনের ঘটনায় অপরাধীদের দ্রুত গ্রেপ্তারসহ তাদের সর্বোচ্চ ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য রাখেন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অপূর্ব কুমার সাহা, লিটন সাহা, সুমন আটিয়া, সমীর রঞ্জন সাহা, সুমন চৌধুরী, মো. বাবু, মো. মিজানুর রহমান, মো আনোয়ার হোসেন, মো. আজিজুর রহমান, লোহা মনির সহ প্রমুখ ব্যবসায়ীবৃন্দ ।
মানববন্ধন শেষে ব্যবসায়ীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল সোনাপুর বাজার সহ রামগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য যে, গত ৯ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উত্তর চন্ডিপুর খামার বাড়ির নিজ বসতঘরে হত্যার শিকার হয়েছেন রামগঞ্জ সোনাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মিজানুর রহমানের স্ত্রী জুলেখা বেগম (৫৫) ও মেয়ে তানহা আক্তার মীম (১৯)। অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের জবাই করে ৩০ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।