প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১৮:২০
মতলব উত্তরে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে মোবাইল কোর্টে ১৬ হাজার ৫শ' টাকা অর্থদণ্ড
মাহবুব আলম লাভলু।।

মতলব উত্তরে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে মোবাইল কোর্ট।
মতলব উত্তর উপজেলায় নিরাপদ সড়ক নিশ্চিতকরণে বাংলাদেশ সেনাবাহিনী ও মতলব উত্তর থানা পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত মতলব সেতুর টোল প্লাজা সংলগ্ন স্থানে পরিচালিত এ অভিযানে
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। তিনি সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ও ৭২ ধারায় ৯ টি মামলায় সর্বমোট ১৬ হাজার ৫শ' টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা করেন এবং ১টি মোটরসাইকেল আটক করে ট্রাফিক পুলিশের জিম্মায় দেন।