রবিবার, ২০ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০০:৪৩

হাসপাতাল কর্তৃপক্ষের ক্ষমতার দাপটে বিচার পাচ্ছে না ক্ষতিগ্রস্তরা

সোহাঈদ খান জিয়া
হাসপাতাল কর্তৃপক্ষের ক্ষমতার দাপটে বিচার পাচ্ছে না ক্ষতিগ্রস্তরা

চাঁদপুর শহরের তালতলায় অবস্থিত চাঁদপুর জেনারেল হাসপাতাল (প্রা.)-এ প্রায়শই রোগী মৃত্যুর ঘটনা ঘটে। এমনকি রোগীর বিভিন্ন অঙ্গ কেটে যাওয়াসহ নানা ঘটনা ঘটে থাকে।

হাসপাতাল কর্তৃপক্ষ প্রভাব বিস্তার করে সকল ঘটনাই ধামাচাপা দিয়ে আসছে। নিরীহ অসহায় রোগীরা ভয়ে থানা পুলিশ পর্যন্ত যেতে সাহস পায় না। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর অভিভাবকদের নিকট হতে জোরপূর্বক কাগজে স্বাক্ষর নিয়ে থাকেন, যাতে থানায় গিয়ে কোনো অভিযোগ করতে না পারে। কেউ অভিযোগ করলেও বিভিন্নজনকে দিয়ে চাপ প্রয়োগ করে থাকে। নিরূপায় হয়ে পড়ে রোগীর পরিবার।

২০২৪ সালে ফরিদগঞ্জের এক শিশুর মাথার তালু কেটে ফেলা হয়। পরে শিশুর পিতা থানায় অভিযোগ করলেও আজ পর্যন্ত তা সমাধান হয়নি। উল্টো শিশুর পরিবারকে মামলা-হামলা দিয়ে হয়রানি করবে বলে হুমকি দেয়। প্রায় ১ বছর হলেও তা সমাধান হয়নি।

এমনিভাবে ক্ষতিগ্রস্ত রোগীর পরিবারগুলো অসহায় হয়ে পড়ে। এমনকি হাসপাতাল কর্তৃপক্ষের ক্ষমতার দাপটের কাছে হার মানতে হচ্ছে রোগীর পরিবারকে।

হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে রয়েছে দালাল চক্র। ঐ চক্রের মাধ্যমে তাদের রোগী আসাসহ ক্ষমতার দাপট হচ্ছে তাদের বড়ো হাতিয়ার। এমনকি হাসপাতালে কোনো ঘটনা ঘটলে তারা স্থানীয় কিছু লোককে ম্যানেজ করে ঘটনা ধামাচাপা দিয়ে থাকে বলে একটি সূত্র জানায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়