বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৮

চাঁদপুর শহরে জোড়া লাশ

স্ত্রী মেঝেতে, স্বামীর মরদেহ ঝুলছিলো সিলিং ফ্যানে

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
স্ত্রী মেঝেতে, স্বামীর মরদেহ ঝুলছিলো সিলিং ফ্যানে

চাঁদপুর শহরের পালপাড়ার শাহজাহান ভিলা থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন ঢাকা যাত্রাবাড়ি এলাকার জিন্নাত আলীর ছেলে সবুজ আহমেদ (৪০) ও তার স্ত্রী শিউলী আক্তার (৩৫)। শিউলী আক্তার চাঁদপুর শহর ওয়্যারলেস মোল্লাবাড়ি এলাকার আবু তাহেরের মেয়ে।

মঙ্গলবার দুপুরে (২৫ ফেব্রুয়ারি ২০২৫) ফ্ল্যাটবাসা থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। এরমধ্যে স্বামী ছিলো ফ্যানের সাথে রশি বাঁধা অবস্থায় ঝুলন্ত এবং স্ত্রী ছিলো মেঝেতে পড়া ছিলো। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুল চাকমা।

স্থানীয়দের ধারণা, দাম্পত্য কলহের জের ধরে স্বামী সবুজ সম্ভবত স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে। পরে নিজে আত্মহত্যা করেন।

নিহত শিউলি আক্তারের মা খুরশিদা বেগম বলেন, দুটি ছেলে সন্তান হওয়ার পর শিউলি আক্তার আর্থিক সচ্ছলতা ফেরাতে ঢাকায় ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে চাকরি নেয়। সে সময় তার সাথে একই কোম্পানিতে চাকরি করা মোঃ সবুজের সখ্য হয়। একসময় প্রবাসী স্বামীকে ছেড়ে গোপনে সবুজকে দ্বিতীয় বিয়ে করে শিউলি। এরপরে তারা দুজন চাকরি ছেড়ে চাঁদপুর চলে এসে আলাদাভাবে বাসা ভাড়া নেয়।

তিনি বলেন, শিউলি আমাদের কাছে ছিলো। গত সোমবার ১২টায় সবুজ কল করে শিউলিকে তার ভাড়া বাসায় ডেকে নেয়। শিউলির মুঠোফোন বন্ধ পাওয়ায় মঙ্গলবার দুপুরে আমি নাতি রাফিকে সাথে নিয়ে পালপাড়াস্থ বাসায় যাই। সেখানে এসে দরজা বন্ধ দেখে পুলিশকে জানাই। ঘটনাস্থলে পুলিশ এসে ভেতরে প্রবেশ করে ওদের দুজনের মৃতদেহ উদ্ধার করে।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া বলেন, স্বামী-স্ত্রীর দুজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পুরুষকে রশিতে ঝুলন্ত অবস্থায় ও নারীটিকে ফ্লোরে পড়া অবস্থায় পেয়েছি। আমরা বাড়ির মালিক শাহজাহান ও নিহত শিউলি আক্তারের মা খুরশিদা বেগমকে জিজ্ঞাসাবাদ করেছি। ময়নাতদন্ত রিপোর্ট আসলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়