সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪০

চাঁদপুর পৌর ১নং ওয়ার্ডে মাদকবিরোধী সমাবেশ ও মিছিল

'পুরানবাজারে কেহ মাদক কারবার করলে তার কবর রচনা করবো'

স্টাফ রিপোর্টার
'পুরানবাজারে কেহ মাদক কারবার করলে তার কবর রচনা করবো'

চাঁদপুর পৌর ১নং ওয়ার্ডে মাদকবিরোধী সমাবেশ ও মিছিল করেছে স্থানীয়রা। শনিবার (২২ ফেব্রুয়ারি ২০২৫) ওয়ার্ড যুবদলের উদ্যোগে পুরাণবাজার বাকালিপট্টিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ১নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রফিক মিজি বলেন, মাদক একটি মহামারি। অনেকেই এ পথে পা বাড়িয়ে নিজেকেসহ পরিবার তথা সমাজ ও রাষ্ট্রের ধ্বংস করছেন। পূর্বে কে কী করেছেন তা আমরা সবাই জানি। তবে এই নতুন বাংলাদেশে আর কেউ মাদক কারবার করতে পারবেন না। তিনি আরও বলেন, এই এলাকার যুবদলসহ যারা অন্যান্য ইউনিটে জেলা বিএনপির সভাপতি মানিক ভাইয়ের নেতৃত্বে রয়েছেন, তারা সবাই মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। যদি কেউ পুরাণবাজারে মাদক কারবার করতে আসেন তাহলে তার কবর রচনা করবো আমরা। অতএব নিজ দায়িত্বে ভালো হয়ে যান।

সমাবেশে চাঁদপুর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল মজুমদারের সভাপতিত্বে এবং ১নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক আলআমিন বেপারীর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মেহেদী মল্লিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১নং ওয়ার্ডের সাবেক ছাত্রনেতা জুয়েল মজুমদার, ১নং ওয়ার্ড বিএনপির আঞ্চলিক কমিটির নেতা সেলিম প্রধানীয়া, ১নং ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মুক্কু বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য জহির দেওয়ান, ১নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক আলআমিন খান, যুবদল নেতা হুমায়ন, শাহজালাল মাঝি, মুনাফ গাজী, সাদ্দাম মল্লিক, ওয়ার্ড বিএনপির আঞ্চলিক কমিটির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম মিজি, যুবদল নেতা হুমায়ন গাজী, ওয়ার্ড বিএনপি আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত মাঝি, সহ-সভাপতি আলমগীর বকাউল, যুবদল নেতা মুক্তারসহ অন্যরা। সমাবেশ শেষে যুবদলসহ অন্যান্য ইউনিটের দলীয় নেতা-কর্মীরা একত্রিতভাবে মাদকবিরোধী নানা স্লোগান দিয়ে বাকালিপট্টিতে মাদকবিরোধী মিছিল করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়