রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ১৭:৩১

ভোক্তা অধিকারের বাজার তদারকি অভিযান তিন প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার
ভোক্তা অধিকারের বাজার তদারকি  অভিযান  তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর শহরে বিভিন্ন অনিয়মের দায়ে ২টি বেকারি ও একটি মিষ্টির দোকানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৯ জানুয়ারি ২০২৫) ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান কর্তৃক বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় চাঁদপুর শহরের পুরাণবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক আলম বেকারীকে ৩৭ ধারায় ১০ হাজার টাকা, আজমেরী লাচ্ছা সেমাইকে ৪৩ ধারায় ১০ হাজার টাকা এবং প্রতীক মিষ্টি মেলাকে ৩৮ ধারায় ৩ হাজার টাকা অর্থাৎ সর্বমোট ৩ টি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর কর্মকর্তা জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, চাঁদপুর-এর সার্বিক সহযোগিতায় বাজার তদারকির এই অভিযান করা হয়। আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন চাঁদপুর আনসার ব্যাটালিয়নের একটি চৌকষ টিম। জনস্বার্থে এমন অভিযান পরিচালনা করা অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়