প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ২৩:১৮
ফরিদগঞ্জে ছেলের হাতে মা খুনের ঘটনায় পিতার মামলা
ফরিদগঞ্জে ছেলের লাঠির আঘাতে গর্ভধারিণী মায়ের খুনের ঘটনায় মামলা দায়ের হয়েছে। নিহত কাউছারা বেগমের স্বামী ও অভিযুক্ত ফয়েজ ভূঁইয়ার পিতা আবু জাফর ভূঁইয়া শুক্রবার (২৯ নভেম্বর) রাতে বাদী হয়ে এই মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ শনিবার (৩০ নভেম্বর) অভিযুক্ত ফয়েজ ভূঁইয়া (৩৬)কে চাঁদপুর আদালতে প্রেরণ করলে আদালত জেলহাজতে প্রেরণ করেছে। এর আগে চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামের ভূঁইয়া বাড়িতে গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যার পর এ খুনের ঘটনা ঘটে। এদিকে নিহত মমতাময়ী মা কাউছারা বেগমের ময়নাতদন্ত শেষে শুক্রবার (২৯ নভেম্বর) বাদ আসর জানাজা শেষে পারবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
|আরো খবর
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, ছেলের হাতে মা খুন হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আমরা ঘাতক ছেলে ফয়েজ ভূঁইয়াকে আটক করতে সমর্থ হই। মামলা দায়েরের পর পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, ওই গ্রামের ভূঁইয়া বাড়ির মাওলানা আবু জাফরের স্ত্রী কাউছারা বেগম (৬০)কে তার ছেলে মানসিক প্রতিবন্ধী মাওলানা ফয়েজ ভূঁইয়া কাঠের টুকরো দিয়ে মাথায় সজোরে আঘাত করে। এতে তিনি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। চিৎকার শুনে বাড়ির লোকজন ও অন্য দুই ছেলে ছুটে আসে। তারা আহতাবস্থায় কাউছারা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রাতেই ফরিদগঞ্জ থানার এসআই মোহাম্মদ আমজাদ আলী চৌধুরী ও এসআই খোকন দাস সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে যান। ঘরে বন্দি ফয়েজকে আটক করে থানায় নিয়ে আসে।