প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ২২:৫৭
দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করুন : বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ
৯ নভেম্বর বিকেল ৫ টায় রাজধানীর পান্থপথে সেল সেন্টার মিলনায়তনে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির গুরুত্বপূর্ণ মত বিনিময় সভা বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দুর্নীতি নির্মূলে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী। বক্তব্য রাখেন আবম মোস্তফা আমিন, কর্নেল (অব.) ড. প্রকৌশলী আনোয়ার হোসেন, প্রকৌশলী আবদুল আউয়াল, পারভীন নাসের খান ভাসানী, অধ্যাপক ড. সৈয়দ মো. শামসুদ্দীন, ড. লুৎফুর রহমান, ড. জাহাঙ্গীর আলম রুস্তম, ড. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. শরীফ সাকী, হাবিবুর রহমান, অধ্যক্ষ এম আর করিম, সৈয়দ সোহেল, এড. আকবর প্রমুখ।
সভাপতির বক্তব্যে বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসকে দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক করে দুর্নীতিমুক্ত ও সুশাসন নিশ্চিতের অনুরোধ করেন। তিনি আগামী ২৩ নভেম্বর শনিবার বাংলা একাডেমীতে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির প্রথম জাতীয় সম্মেলন সফল করতে অংশগ্রহণ করার জন্যে সৎ সাহস সম্পন্ন দেশপ্রেমিক ছাত্র-জনতাকে অনুরোধ করেন।--