বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ১৭:১২

কোস্ট গার্ডের ইলিশ রক্ষা অভিযানে ১১ জেলেসহ জাল ও মাছ আটক

স্টাফ রিপোর্টার
কোস্ট গার্ডের ইলিশ রক্ষা  অভিযানে ১১ জেলেসহ জাল ও মাছ আটক

চাঁদপুরে কোস্ট গার্ডের মা ইলিশ রক্ষা অভিযানে নদী হতে ১১ জন জেলেসহ ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ১০ কেজি ইলিশ মাছ এবং ১টি ইঞ্জিন চালিত কাঠের বোট জব্দ করা হয়েছে। ২০ অক্টোবর রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী চাঁদপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান। জানা যায়, মেঘনা নদীর মোহনা, হরিনা ফেরি ঘাট, আলু বাজার ফেরিঘাট এবং তৎসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে চাঁদপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান বলেন, ১১ জন জেলেসহ ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ এবং ১টি ইঞ্জিনচালিত কাঠের বোট জব্দ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ইলিশ মাছ সমূহ স্থানীয় মাদ্রাসা ও গরিব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। আর আটককৃত ১১ জন জেলেকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে চাঁদপুর নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়