প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ১৭:১২
কোস্ট গার্ডের ইলিশ রক্ষা অভিযানে ১১ জেলেসহ জাল ও মাছ আটক
চাঁদপুরে কোস্ট গার্ডের মা ইলিশ রক্ষা অভিযানে নদী হতে ১১ জন জেলেসহ ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ১০ কেজি ইলিশ মাছ এবং ১টি ইঞ্জিন চালিত কাঠের বোট জব্দ করা হয়েছে। ২০ অক্টোবর রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ডের অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী চাঁদপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান। জানা যায়, মেঘনা নদীর মোহনা, হরিনা ফেরি ঘাট, আলু বাজার ফেরিঘাট এবং তৎসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে চাঁদপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান বলেন, ১১ জন জেলেসহ ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ এবং ১টি ইঞ্জিনচালিত কাঠের বোট জব্দ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ইলিশ মাছ সমূহ স্থানীয় মাদ্রাসা ও গরিব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। আর আটককৃত ১১ জন জেলেকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে চাঁদপুর নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।