শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ১৭:২১

ফরিদগঞ্জে সীমানা প্রাচীর ভাঙ্গার অভিযোগ

ফরিদগঞ্জ প্রতিনিধি
ফরিদগঞ্জে সীমানা প্রাচীর ভাঙ্গার অভিযোগ
ফরিদগঞ্জে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে প্রতিপক্ষরা।

ফরিদগঞ্জে একটি পরিবারের সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের উত্তর ধানুয়া মালেগো বাড়ির সৈয়দ আহাম্মদ মালের বসত ঘরের পাশের নির্মাণাধীন সীমানা প্রাচীর একই বাড়ির অপর বাসিন্দাদের বিরুদ্ধে ভেঙ্গে ফেলার অভিযোগ উঠে। জানা যায়, মালেগো বাড়ির সৈয়দ আহাম্মদ মালের পরিবার তাদের ব্যক্তিগত সম্পত্তিতে সীমানা প্রাচীর নির্মাণ করছিলেন। একই বাড়ির জালাল উদ্দিন (৪২), মো. দেলোয়ার হোসেন (২৬), আলী আকবর (৫৬) ও ফিরোজা বেগম (৪৬) গং চলাচলের রাস্তা দাবি করে তা জোরপূর্বক ভেঙ্গে ফেলেন। এ সময় সৈয়দ আহাম্মদ মালের পরিবারের সদস্যরা বাধা দিলে তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মারতে তেড়ে আসে ও গালমন্দ করে এবং তাদের ব্যাপক ক্ষতি সাধন করে। এ ঘটনায় সৈয়দ আহাম্মদ মালের স্ত্রী হাজেরা বেগম বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। স্থানীয়রা জানায়, সৈয়দ আহাম্মদ মালের পরিবার তাদের ব্যক্তিগত সম্পত্তিতে সীমানা প্রাচীর নির্মাণ করেছে। কিন্তু ফিরোজা বেগম গং তাদের সীমানা শেষ করে রাস্তার জায়গা না রেখেই বিল্ডিং নির্মাণ করেন। দেয়াল ভাঙ্গার অভিযোগটি ফিরোজা বেগম গং স্বীকার করে বলেন, আমাদের চলাচলের রাস্তা না থাকায় দেয়াল নির্মাণ না করতে তাদের অনুরোধ করেছি, কিন্তু তারপরেও দেয়াল নির্মাণ করায় আমরা ভেঙ্গে ফেলেছি। এটা আমাদের অপরাধ হয়েছে! এ বিষয়ে সৈয়দ আহাম্মদ মালের স্ত্রী হাজেরা বেগম বলেন, তাদের জায়গা শেষ করে তারা বিল্ডিং ঘর নির্মাণ করেছে। আমারা আমাদের জায়গায় সীমানা প্রাচীর নির্মাণ করছি। তাদের রাস্তা দিতে নিষেধ করায় আমাদের দেয়াল ভেঙ্গে দিয়েছে এবং দেশীয় অস্ত্র নিয়ে আমাদের মারতে তেড়ে আসে। এ অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস. আই. মাহবুবুল ইসলাম বলেন, অভিযোগের আলোকে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়