শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ
  •   নিষেধাজ্ঞার প্রথম দিনে ফরিদগঞ্জে অবাধে ইলিশ বিক্রি
  •   পিকনিকে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মেঘনায় ভেসে উঠলো দুদিন পর
  •   নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার শপথ করিয়েছেন এমএ হান্নান
  •   বিকেলে ইলিশ জব্দ ও জরিমানা

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ২২:০৫

হাইমচরে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতামূলক পথসভা

জেলেদের আশ্রয়দাতা গডফাদারদের পাকড়াও করবো : জেলা প্রশাসক

মোঃ সাজ্জাদ হোসেন রনি
জেলেদের আশ্রয়দাতা গডফাদারদের পাকড়াও করবো : জেলা প্রশাসক

হাইমচর উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে মৎস্যজীবীদের সাথে সচেতনতামূলক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, বর্তমান সময়টা পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি জেলেদের ধরবো না, যারা এই জেলেদের আশ্রয়-প্রশ্রয় দেয়, সে সকল গডফাদারকে পাকড়াও করবো। এই ২২ দিন কোনো জেলে নদীতে যাবেন না। এটার যে ব্যত্যয় করবেন, তার বিরুদ্ধে অন্যবারের চেয়ে এবার বেশি অ্যাকশনে যাবো। এ বছর চাঁদপুরের একটা বরফ কলও চলবে না। আমরা প্রতিটি পয়েন্টে কোস্টগার্ড, পুলিশ নৌ, পুলিশ, ম্যাজিস্ট্রেট কিছু দূর অন্তর অন্তর রেখে অভয়াশ্রমের ৭০ কিলোমিটার আমাদের নেটওয়ার্কের আওতায় নিয়ে আসবো। আমরা চাই আপনারা জেলেরা ভাল থাকুন। তাই আমরা এই অভয়াশ্রমের সময়টুকুতে আপনাদের জন্যে মেডিকেল ক্যাম্প স্থাপন করবো। আপনাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন ওখানে যাবেন এবং চিকিৎসা নিবেন। শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে হাইমচর উপজেলার তেলিরমোড় বাজারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সচেতনতামূলক পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেন পিএসসি, চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম । হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা নাজনীন তৃষার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক, আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সর্দার আব্দুল জালিল মাস্টার, জেলে প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ সুরুজ ছৈয়াল। সভায় সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার, হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন, হাইমচর প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ ফারুকুল ইসলাম, কোস্টগার্ড লামচরী স্টেশন কমান্ডার মোঃ জসিম উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং মৎস্যজীবীগণ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আহসান হাবিব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়