শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০০:০৩

বেশি লাভে ডিম বিক্রি, দোকান বন্ধ করে দিল ভোক্তা অধিদপ্তর

মো: জাকির হোসেন
বেশি লাভে ডিম বিক্রি, দোকান বন্ধ করে দিল ভোক্তা অধিদপ্তর
রাজধানীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুর শাহ আলী মার্কেটের ভাই ভাই এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানে যৌক্তিক লাভের তুলনায় অনেক বেশি দামে ডিম বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার (৪ অক্টোবর) ঢাকার কারওয়ান বাজার, শ্যামবাজার ও মিরপুর শাহ আলী মার্কেট এলাকায় ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে অধিদপ্তরের ৫টি টিম অভিযান চালায়। অভিযানে ভাই ভাই এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করা হয়।

অভিযানে দেখা যায়, ভাই ভাই এন্টারপ্রাইজে ১০০ ডিম কেনা হয়েছে ১ হাজার ২৬০ টাকায় অথচ বিক্রয় হচ্ছে ১ হাজার ৩২০ টাকায়।

ভোক্তা অধিকার অধিদপ্তর জানিয়েছে, যৌক্তিক লাভের তুলনায় অনেক বেশি দাম নিচ্ছে প্রতিষ্ঠানটি। ফলে জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অভিযুক্ত প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করা হয় এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ব্যবসায়িক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

অপরদিকে, শ্যামবাজারে পরিচালিত অভিযানে ভোক্তা অধিকারবিরোধী কাজের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৪টি প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও কারওয়ান বাজারে ১টি প্রতিষ্ঠানকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন- অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাগফুর রহমান ও সুজন কাজী এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী রায় ও ফারহানা ইসলাম অজন্তা।

তথ্যসূত্র : কালবেলা

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়