বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট ৯০ যানবাহনে তল্লাশি।। ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা, ৬ গাড়ি জব্দ
  •   হরিণা থেকে দু মাদক ব্যবসায়ী আটক
  •   কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৩৯ জনের তথ্য চেয়েছে দুদক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩৭

ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

শামীম হাসান
ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
ছবি : প্রতীকী

ফরিদগঞ্জে আর্নিকা বেগম (১৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পূর্ব পোয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে ময়না তদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। তিনি ওই গ্রামের কবিরাজ বাড়ির মালয়েশিয়া প্রবাসী আব্দুল কাদিরের স্ত্রী।

জানা গেছে, প্রায় দেড় বছর পূর্বে ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পূর্ব পোয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুল কাদিরের সাথে পার্শ্ববর্তী রায়পুর উপজেলার চরপাতা গ্রামের মৃত হাজী আজাদের মেয়ে আর্নিকা বেগমের বিয়ে হয়। এর কিছুদিন পর জীবিকার তাগিদে আব্দুল কাদির মালয়েশিয়া পাড়ি দেন।

ফরিদগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আর্নিকা বেগমের মরদেহ তার স্বামীর বাড়ির টিনশেড বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বিভিন্ন কারণে পারিবারিক কলহের জের ধরে আর্নিকা আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ সরকার বলেন, ঘটনাস্থল থেকে আর্নিকা বেগমের লাশ উদ্ধার করে ময়না তদন্ত সম্পন্ন করে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ফরিদগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়