শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৮ জুন ২০২৪, ২২:৪৪

শ্রীনগরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

আব্দুল মান্নান সিদ্দিকী মুন্সিগঞ্জ হতে
শ্রীনগরে  সাংবাদিকের  উপর সন্ত্রাসী হামলা

মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের হাঁসারগাঁও গ্রামের জামে মসজিদে ঈদুল আজহার নামাজের সময় নির্ধারণকে কেন্দ্র করে হামলাকারীদের সাথে কথা কাটাকাটি হয় সাংবাদিক আমিনুল ইসলামের সাথে। সেই সূত্র ধরে আমিনুল ইসলাম প্রতিদিনের ন্যায় ১৮ জুন মঙ্গলবার সাড়ে ১২টায় সিংপাড়া বাজারে গেলে আগের থেকে উৎপেতে থাকা জাকির গ্রুপ তার উপর সন্ত্রাসী স্টাইলে হাতে থাকা কাঠের ডাসা ও লাঠি দিয়ে অতর্কিত হামলা চালায় এবং তার সাথে থাকা ১৫০০০০ টাকা মূল্যের প্রোমেক্স -১৩ মডেলের একটি আইফোন, ১৬০০০০ মূল্যের একটি স্বর্নের চেইন ও ৬০০০০ মূল্যের একটি আংটিসহ নগদ ২০০০০ টাকা নিয়ে যায়। আমিনুল ইসলামের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলা কারিরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়, পরবর্তীতে স্থানীয় লোকজন আমিনুল ইসলামকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন।

তিনি শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং দৈনিক ভোরের চেতনা, শ্রীনগর প্রতিনিধি।

শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাইয়েছেন।

এ বিষয়ে সাংবাদিক আমিনুল ইসলাম বাদী হয়ে শ্রীনগর থানায় হামলাকারীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

তারা হলেন হাসারগাঁও গাঁও গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের পুত্র আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন বাবু ও মোঃ জাহিদুল ইসলাম লাভলু এবং নওপাড়া গ্রামের মোঃ রাসেল মিয়ার নামে এই হামলার অভিযোগ পাওয়া যায়। আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের মুঠোফোনে একাধিকবার চেস্টা করেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মো:আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়