শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৪ মে ২০২৪, ১৫:৫০

মতলবে পারিবারিক কলহে এক সন্তানের জননীর আত্মহত্যা

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে পারিবারিক কলহে এক  সন্তানের জননীর আত্মহত্যা

মতলব পৌরসভাধীন ৪নং ওয়ার্ডের চরমুকুন্দি চেরাগ আলী প্রধানীয়া বাড়ীতে আজ ১৩ মে সোমবার সকাল ১১টা ৪০ মিনিটে এক সন্তানের জননী মরিয়ম আক্তার ইমু (২১) নামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

পারিবারিকভাবে জানা যায়, প্রায় তিন বছর পূর্বে মতলব দক্ষিণ উপজেলাধীন উপাদী উত্তর ইউনিয়নের বহরি গ্রামের মান্নান প্রধানের ছেলে মোঃ সোহেল (২৫) এর সাথে ইসলামী শরা-শরীয়ত মোতাবেক বিয়ে হয়। সংসার জীবনে তাদের ফাহিম নামে ১৪ মাসের একটি পুত্র সন্তান রয়েছে। প্রায় ১ বছর পূর্বে স্বামী সোহেল স্ত্রী মরিয়ম আক্তার ইমুকে বাপের বাড়ীতে রেখে সৌদি আরব চলে যায়। সৌদি আরব যাওয়ার পর থেকেই স্বামী সোহেল স্ত্রীর কোন খোঁজ খবর ও ভর পোষন দেয় না। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে বাক বিতন্ডা ও মনোমালিন্য তৈরি হয়। এক পর্যায়ে পারিবারিক কলহের জের ধরে ঘরের সবাই কাজ করতে মাঠে গেলে সকলের অগোচরে ঘরের আড়ার সাথে ওড়না প্যাচিয়ে গলায় ফাঁস দেয়। মরিয়মের মা,বাবা কাজ শেষে ঘরে ফিরলে ঘরের দরজা বন্ধ দেখে ডাক চিৎকার দেয়। ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তাকে ঘরের আড়ার সাথে ঝুলে থাকতে দেখে। পরে ওড়না কেটে তাঁকে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. লিমন তাকে মৃত ঘোষনা করেন।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালা জানান, লাশের ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা পক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়