মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ১৭:১৭

এক রাতেই ১২ আসামি গ্রেফতার করেছে শাহরাস্তি থানা পুলিশ

মোঃ মঈনুল ইসলাম কাজল
এক রাতেই ১২ আসামি গ্রেফতার করেছে শাহরাস্তি থানা পুলিশ

শাহরাস্তি থানা পুলিশের অভিযানে এক রাতেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মামলায় ১২ আসামি গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে জিআর পরোয়ানাভুক্ত-০৮ জন, সিআর পরোয়ানাভুক্ত-০২ জন, এবং নিয়মিত মামলার ০২ জনসহ মোট ১২ (বার) জন আসামী গ্রেফতার।

শাহরাস্তি থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আলমগীর হোসেন দিক-নিদের্শনায় এসআই মোঃ রোকন উদ্দিন, এসআই ঈমাম হোসেন, এসআই মোঃ নুরুল আনোয়ার, এএসআই মোঃ দিদার হোসেন, এএসআই আতাউর রহমান, এএসআই মোঃ ইব্রাহিম খলিল, এএসআই মোঃ হেলাল উদ্দিন, এএসআই মোঃ মাইন উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া সিআর-২৫০/২২ (শাহরাস্তি) এস/সি-৬১৩/২২, এর সাজা প্রাপ্ত আসামী মোঃ মিজানুর রহমান, পিতা-সফিকুর রহমান, সাং-কাজিরকাপ (কোনার বাড়ী) ওয়ার্ড নং-০৬ এবং ননজিআর-১০/২৩ এর আসামী লিপি আক্তার (২০), পিতা-দুলাল মিয়া, আম্বিয়া বেগম (৪০), স্বামী-দুলাল মিয়া, নুর মোহাম্মদ (৬৫), পিতা-মৃত আবুল খায়ের, দুলাল মিয়া (৫৫), পিতা-মুনছুর আহম্মদ, সর্ব সাং-নরসিংপুর, এবং সিআর-২৯০/২০২৩ইং (শাহরাস্তি), এর আসামী রিনা আক্তার, পতি-শাখাওয়াত উল্যা, সাং-বলশিদ (ছৈয়াল বাড়ী) এবং জিআর-৩১২/১৯(শাহরাস্তি), এর আসামী মোঃ সাহাব উদ্দিন, পিতা-মৃত আব্দুল হক, মাতা-মনছুরা বেগম, সাং-দেবকরা (দুলুর বাড়ী) এবং জিআর-২৪৪/১৮ (শাহরাস্তি) এর আসামী নবির হোসেন, পিতা-নুরুজ্জামান, সাং-দোপল্লা (শেখ বাড়ী).এবং জিআর-২৪৪/১৮ (শাহরাস্তি) এর আসামী শফিকুল ইসলাম, পিতা-তাজুল ইসলাম, সাং-প্রসন্নপুর (নুরু মাষ্টারের বাড়ী) এবং জিআর-১৮৪/১৯ (শাহরাস্তি) এর আসামী সুমী, স্বামী-মোঃ স্বপন, সাং-রাড়া (বেপারী বাড়ী), সর্ব থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর এবং শাহরাস্তি থানার মামলা নং-০৪, তাং- ০৮/০১/২০২৪ইং, ধারা-15(1) The Special Powers Act, 1974; তৎসহ 323/353/186/427 The Penal Code, 1860 ও গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৮২ (১) এর তদন্তে প্রাপ্ত আসামী মোঃ আবুল হোসেন (৪৪), পিতা-মৃত শফি উল্লাহ, সাং-শোরসাক এবং শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-৬, তারিখ- ১০ জানুয়ারি, ২০২৪; জি আর নং-৬, তারিখ- ১০ জানুয়ারি, ২০২৪, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আসামী মোঃ হেলাল হোসেন (৩২), পিতা-ইব্রাহিম খলিল, মাতা-সুরাইয়া বেগম,সাং-দৈকামতা (পাঁচু জমাদ্দার বাড়ী), থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর । ১০ জানুয়ারি গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়