বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৩, ১৮:০৭

কিশোরীকে বাড়ির পাশে জঙ্গলে নিয়ে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

অনলাইন ডেস্ক
কিশোরীকে বাড়ির পাশে জঙ্গলে নিয়ে  ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

বরগুনার বামনা উপজেলায় বাড়ির পাশে জঙ্গলে নিয়ে এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে মো. নাদিম (১৯) নামে এক কিশোরের বিরুদ্ধে। অভিযুক্ত ধর্ষক নাদিমকে বামনা থানা পুলিশ গ্রেফতার করেছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে বুদ্ধিপ্রতিবন্ধী ওই কিশোরীকে টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশে জঙ্গলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটে।

ধর্ষক নাদিম উপজেলার রুহিতা গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে।

জানা যায়, মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে ভুক্তভোগী ওই কিশোরীর সঙ্গে বাড়ির পাশের জঙ্গলে আপত্তিকর অবস্থায় নাদিমকে আটক করেন এলাকাবাসী। পরে বামনা থানায় খবর দিলে পুলিশ গিয়ে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বামনা থানায় মামলা দায়ের করেছে।

ঘটনার প্রথম প্রত্যক্ষদর্শী এক নারী জানান, সকালে ঘরের পেছনে কাজে বের হয়ে তিনি ঝোপের মধ্যে শব্দ শুনতে পান। এগিয়ে গিয়ে তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে লোকজনকে খবর দিলে তারা এসে দুজনকে হাতেনাতে ধরে ফেলেন।

স্থানীয় সংরক্ষিত নারী ইউপি সদস্য কাজল রেখা বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীর সঙ্গে কথা বলি এবং প্রাথমিকভাবে বুঝতে পারি সে ধর্ষণের শিকার হয়েছে। বামনা থানার অফিসার ইনচার্জ মো. বশির আলম বলেন, স্থানীয় ইউপি সদস্য ঘটনাটি আমাকে মোবাইল ফোনে অবহিত করেন। পরে পুলিশ গিয়ে অভিযুক্তকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বামনা থানায় মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়