প্রকাশ : ২২ জুন ২০২১, ১৭:৪৮
চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে নারায়ণগঞ্জ থেকে হত্যা মামলার ৩ জন আসামী আটক
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রামে সম্পওিগত বিরোধে এক বাড়ির ইকবাল হোসেন খোকা কে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার এজাহারভুক্ত ৩ আসামী কে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ নারায়ণগঞ্জ থেকে আটক করেছে ।
|আরো খবর
মডেল থানা পুলিশ সূত্রেজানা যায়, হত্যা মামলা এজাহারে নামীয় আসামী হওয়ার পর থেকে উক্ত হত্যায় সরাসরি জড়িত
আসামী মোঃ মোরছালিন (২১) পিতা-মোঃ দেলোয়ার হোসেন দেলু, মোঃ শহীদ উল্লাহ (৬৫) পিতা- মৃত আমির খাঁ, ও মোসাঃ জোসনা বেগম(৪১), স্বামীঃ- মোঃ দেলোয়ার হোসেন দেলু, সর্বসাং-পশ্চিম সকদি, চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর আত্মগোপনে চলে যান।পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা গোপন সূত্রে এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীদের অবস্থান সনাক্ত করতে সক্ষম হয়ে কতৃপক্ষের অনুমতিক্রমে আসামীদের গ্রেফতারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
পরবর্তীতে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ আসিফ মহিউদ্দিন ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রশিদের দিক নির্দেশনায় মডেল থানা পুলিশের পুলিশ পরিদর্শক সুজন কান্তি বড়ুয়ার নেতৃত্বে সঙ্গী ফোর্স গত ২২ জুন দিবাগত রাত ১ টার সময় নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানা পুলিশের সহযোগিতায় উক্ত থানার দেলপাড়া নামক স্থানে ব্যাপক অভিযান চালিয়ে উল্লেখিত আসামীদের গ্রেফতার করতে সক্ষম হন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত ভিকটিম ও আসামীরা একই বাড়ীর বাসিন্দা। ভিকটিমদের সাথে বিবাদীদের সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলে আসছিলো। উক্ত বিরোধকে কেন্দ্র করিয়া গত ২৯ মে রাতে উল্লেখিত আসামীরা মুদি দোকানী ইকবাল হোসেন খোকা কে একা পেয়ে মারধর করে এবং ধারালো অস্ত্রের দ্বারা জখম করেন।