প্রকাশ : ০৭ আগস্ট ২০২২, ১৮:১১
চাঁদপুরে ৭ম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ

কচুয়ায় গণধর্ষণের শিকার হয়েছে সপ্তম শ্রেণির এক মাদ্রাসার ছাত্রী। এ ঘটনায় মোঃ রাছেল (৩০) নামের এক যুবককে আটক করেছে কচুয়া থানা পুলিশ।
|আরো খবর
ভিকটিমের পিতা কচুয়া উত্তর ইউনিয়নের তেতৈয়া গ্রামের জনৈক ব্যক্তি জানান, গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আমার এক নাতনীকে খাবার দিতে আসে আমার মেয়ে।
দুপুর ১টার দিকে খাবার দিয়ে সিএনজি যোগে বাড়ি ফেরার পথিমধ্যে তেতৈয়া গ্রামের মাদ্রাসা বাড়ির বাকি মিয়ার ছেলে মো. রাছেল, নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ উল্লাহ (৩৫) ও একই গ্রামের খামার বাড়ির আবু মিয়ার ছেলে মো. হাছান (২৫) ওই সিএনজিতে জোরপূর্বক উঠে ভয়ভীতির মুখে আমার মেয়েকে জিম্মি করে খিড্ডা বাজারের পশ্চিম পাশে রোকসানা বেগমের পরিত্যাক্ত ঘরে নিয়ে যায়।
সেখানে নিয়ে তার পরনের উড়না দিয়ে মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। মেয়েটির জ্ঞান ফিরে সে বাড়িতে এসে আমাদেরকে বিষয়টি অবগত করে।
ঘটনাটি স্থানীয়রা রফাদফা করতে ব্যর্থ হলে রোববার ভিকটিম ও তার পিতা কচুয়া থানা পুলিশের শরণাপন্ন হয়। পুলিশ ভিকটিমের দেওয়া তথ্যানুসারে তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাছেলকে আটক করে থানায় নিয়ে আসে।
কচুয়া থানা ওসি মো. মহিউদ্দিন জানান, ভিকটিমের দেওয়া তথ্যানুসারে আমরা রাছেলকে আটক করেছি। অপর দু’জনকে আটকে অভিযান অব্যাহত রয়েছ।
সোমবার ভিকটিমের ডাক্তারি পরীক্ষাসহ তার জবানবন্দি রেকর্ড করা হবে। এ ব্যাপারে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।