মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ২৬ জুন ২০২২, ১৩:৪৬

প্রধানমন্ত্রীকে কটুক্তি ও হত্যার হুমকিদাতাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

প্রধানমন্ত্রীকে কটুক্তি ও হত্যার হুমকিদাতাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার
শামীম হাসান

ফরিদগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেসবুকে কটুক্তি ও হত্যার হুমকিদাতাকে গ্রেফতার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।

২৫ শে জুন শনিবার ফরিদগঞ্জ থানা পুলিশের তদন্তকারী কর্মকর্তা এসআই নুরুল ইসলাম, এএসআই নাঈম ইসলাম সঙ্গীয় ফোর্স সহ নারায়ণগঞ্জ থেকে গোপন সংবাদের ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রী কে কুটক্তি ও হত্যার হুমকি দাতার প্রধান আসামি আব্দুল হাই (৩৫) পিতা হাফেজ আহমেদ সাং মূলপাড়া (নিলাম বাড়ী) থানা ফরিদগঞ্জ জেলা চাঁদপুর কে গ্রেফতার করা হয়।

জানা যায়,গত ২৩ জুন বৃহস্পতিবার ফেসবুক আইডি 'ফরিদগঞ্জের মাটি'তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে মানহানি কর (কটুক্তি) এবং পদ্মা সেতুর মাঝখানে মাননীয় প্রধানমন্ত্রীকে ক্রসফায়ার দিয়ে হত্যার হুমকি সহ স্ট্যাটাস দিলে চাঁদপুর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে ফরিদগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিকভাবে বিলম্ব না করে বিষয়টি প্রাথমিক তদন্ত করে। উক্ত বিষয়ে হাজী মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী, পিতাঃ-মৃত মাহবুবুল বাশার কালু পাটওয়ারী, সাং-চরকুমিরা (পাটওয়ারী বাড়ি), থানাঃ- ফরিদগঞ্জ, জেলাঃ- চাঁদপুর অভিযোগ দাখিল করিলে তাৎক্ষনিক ভাবে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৯/৩১/৩৫ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়। পুলিশ সুপার চাঁদপুর মহোদয়ের দিক নির্দেশনা মোতাবেক ফরিদগঞ্জ থানা পুলিশ তদন্ত শুরু করে। অভিযুক্ত মূল আসামিকে গ্রেফতারের জন্য ঢাকা ও নারায়ণগঞ্জ সহ বিভিন্ন সম্ভাব্য জায়গায় বিরতিহীন ভাবে অভিযান পরিচালনা করা হয়। জনাব মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) পুলিশ সুপার চাঁদপুর মহোদয়, জনাব সুদীপ্ত রায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) এবং মোহাম্মদ মঈনুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপস্) গনের দিক নির্দেশনায় গতকাল গ্রেফতার করা হয় এবং জানা যায় আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়