প্রকাশ : ১৭ এপ্রিল ২০২২, ২২:৩৮
ফরিদগঞ্জের টুবগিতে ব্রিকফিল্ডে হামলা, ভাংচুর, লুটপাট : আহত ৫
ফরিদগঞ্জ উপজেলার টুবগিতে এম টি বি ব্রিক ফিল্ডে হামলা,ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে আজ রোববার সকালে।
|আরো খবর
আহত ব্রিক ফিল্ড মালিক তাজউদ্দিন আহমেদ বলেন, প্রায় ২/৩ মাস আগ থেকে টুবগি গ্রামের শুক্কুর খান, সেকদী গ্রামের বোরহান গাজী ও আলাউদ্দীন গাজী আমার নিকট চাঁদাদাবি করে আসছে। তাদের দাবিকৃত টাকা না দিলে ব্রিক ফিল্ড বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। এ নিয়ে তাদের সাথে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে আজ রোববার সকালে দা, চেনিও চাপাটি নিয়েশুক্কুর খান, বোরহান গাজী ও আলাউদ্দীন গাজী ১২/১৫ জন লোক নিয়ে ব্রিক ফিল্ডে প্রবেশ করে ব্রিক ফিল্ডের মালিক তাজউদ্দিন, ম্যানেজার আবু সাঈদ,শ্রমিক জহির, মহসিন ও সবুজের উপর হামলা চালায়।
হামলাকারীরা ব্রিক ফিল্ডের মালিক তাজউদ্দিনকে রড,সাবল ও লাঠি দিয়ে বেধরক মারধর করে। এমনকি হত্যার উদ্দেশ্য গলায় চেনি দিয়ে আঘাতের চেষ্টা করলে স্থানীয় এলাকাবাসী ও শ্রমিকরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা নেয়।
হামলাকারীরা ব্রিক ফিল্ডে প্রবেশ করে মোটর সাইকেল, মেশিন, কল, শ্রমিকদের থাকার ঘর ভাংচুর করে। ব্রিক ফিল্ড বন্ধ করে দেয়। ও অফিস কক্ষে ইটপাটকেল নিক্ষেপ করে। অফিসে প্রবেশ করে নগদ ৩ লাখ টাকা নিয়ে যায়। ও ১০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়।
সরজমিন গেলে নাম প্রকাশে অনিচ্ছুক ক,ব্যক্তি বলেন, স্থানীয় এলাকাবাসী এগিয়ে না আসলে এখানে লাশ পরতো।হামলাকারীরা সবাই দা, চেনি,সাবল, চাপাতি ও রড নিয়ে অন্যায় ভাবে ব্রিক ফিল্ডে প্রবেশ করে হামলা করে।
ব্রিক ফিল্ড মালিক তাজউদ্দিন, বলেন, পূর্ব হতে শুক্কুর,বোরহান ও আলাউদ্দীন আমার নিকট চাঁদাদাবি করে আসছে। তাদের দাবিকৃত টাকা না দেওয়ায় এ হামলার ঘটনা ঘটায়। হামলাকারীরা আমাকে হত্যার উদ্দেশ্য চেনি দিয়ে আমার গলায় আঘাত করার চেষ্টা করে। স্থানীয় লোকজন এগিয়ে এসে আমাকে ও আমার শ্রমিকদেরকে রক্ষা করে। তারা আমার ব্রিক ফিল্ড বন্ধ করে দেয়। অফিসে প্রবেশ করে নগদ ৩ লাখ টাকা নিয়ে যায়। তারা মেশিন, মোটরসাইকেল, কল,শ্রমিকদের থাকার ঘর ভাংচুর করে ১০ লাখ টাকার ক্ষতি করে। আমার ব্যবহ্রত মোবাইল ফোন নিয়ে যায়।
হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।