শনিবার, ১০ মে, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৯ মে ২০২৫, ০৬:৫০

দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র মুখোমুখি: একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে উপমহাদেশ

মো. জাকির হোসেন
দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র মুখোমুখি: একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে উপমহাদেশ
ছবি : সংগৃহীত

ভারতের জম্মু ও পাঞ্জাবে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি, দিল্লির পাল্টা অভিযানে আজাদ কাশ্মীর কাঁপলো; সীমান্ত জুড়ে আতঙ্ক, ব্ল্যাকআউট, এবং মোবাইল সেবা বন্ধ

দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা নতুন করে ভয়াবহ মোড় নিয়েছে। বৃহস্পতিবার রাতভর পাকিস্তানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ভারতের জম্মু ও পাঞ্জাব অঞ্চল। ভারতের প্রতিরক্ষা সূত্র বলছে, সীমান্তবর্তী অন্তত আটটি স্থানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যার মধ্যে আরএস পুরা, আরনিয়া, সাম্বা ও হীরানগর অন্যতম।

বিস্ফোরণ, সাইরেন ও ব্ল্যাকআউটের রাত

এনডিটিভি জানায়, হামলার সময় ভারী সাইরেন বাজতে থাকে এবং একাধিক এলাকা সম্পূর্ণ ব্ল্যাকআউটের কবলে পড়ে। আতঙ্কে স্থানীয়রা ঘরবন্দি হয়ে পড়েন। মোবাইল ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বেশ কিছু এলাকায়। ভারতের সীমান্তবর্তী রাজ্য রাজস্থান, পাঞ্জাব ও জম্মুর অধিকাংশ এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

ভারতের পাল্টা অভিযানে আজাদ কাশ্মীর কাঁপলো

গত ৬ মে মধ্যরাতে ভারত একযোগে আজাদ কাশ্মীরের অন্তত ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে বিবিসি ও সিএনএন। ভারতের ভাষ্য, এটি ছিল ‘প্রতিরক্ষামূলক পাল্টা হামলা’। তবে পাকিস্তান এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, ‘ভারত যুদ্ধ উস্কে দিচ্ছে।’

পাঠানকোটে বিস্ফোরণ, সীমান্ত এলাকায় সেনা মোতায়েন জোরদার

সিএনএনের খবরে জানানো হয়, ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট শহরেও একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। শহরজুড়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলো থেকে মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে চলে যাচ্ছে।

উত্তেজনার সূত্রপাত: ২২ এপ্রিলের পেহেলগাম হামলা

ভারতের অভিযোগ, ২২ এপ্রিল জম্মুর পেহেলগামে পাকিস্তান সমর্থিত জঙ্গিগোষ্ঠী হামলা চালায়, যাতে পাঁচ ভারতীয় সেনা নিহত হয়। যদিও ইসলামাবাদ শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করে আসছে। এর জের ধরেই সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে।

বিশ্লেষকদের সতর্কবার্তা: "পারমাণবিক যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না"

আন্তর্জাতিক কূটনৈতিক মহল বলছে, যেহেতু দুই দেশই পারমাণবিক অস্ত্রে সজ্জিত, তাই এ ধরনের পাল্টা-পাল্টি হামলা খুব দ্রুতই ভয়াবহ আকার নিতে পারে। দক্ষিণ এশিয়ার জনবহুল এ অঞ্চলে যুদ্ধ বাধলে তা শুধু ভারত-পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; প্রভাব পড়বে গোটা বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে

সামরিক বিশ্লেষক রাহুল ধাওয়ান বলেন, “কাশ্মীরে হামলার বিষয়ে ভারত এখনও দৃঢ় প্রমাণ উপস্থাপন করতে পারেনি। একতরফা প্রতিশোধমূলক হামলা যুদ্ধের পথ প্রশস্ত করছে।”

বাংলাদেশের অবস্থান?

ঢাকা এখনো আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেয়নি। তবে কূটনৈতিক মহলে আলোচনায় রয়েছে যে, যুদ্ধ শুরু হলে বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতেও নজিরবিহীন নিরাপত্তা জোরদার করতে হতে পারে


ভারত-পাকিস্তানের বর্তমান উত্তেজনা ২০১৯ সালের বালাকোট অভিযানের স্মৃতি নতুন করে মনে করিয়ে দিয়েছে। কূটনৈতিক সমাধানের পথ খোলা থাকলেও দুই পক্ষের অবস্থান বর্তমানে অত্যন্ত কঠোর। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মধ্যস্থতা ছাড়া নতুন সংঘর্ষ রোধের সম্ভাবনা ক্ষীণ।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়