রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ১৩:১০

আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বৈশাখী উৎসব ১৯ এপ্রিল

আবুধাবি প্রতিনিধি
আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বৈশাখী উৎসব ১৯ এপ্রিল

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বাংলাদেশ দূতাবাস, আবুধাবি আগামী ১৯ এপ্রিল ২০২৫, শনিবার আয়োজন করছে দিনব্যাপী বর্ণাঢ্য বৈশাখী উৎসব। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে SKBZ বাংলাদেশ ইসলামিয়া স্কুল ও কলেজ, মুরোর রোড, আবুধাবির প্রাঙ্গণে।

বাংলাদেশ দূতাবাসের উপপ্রধান শাহনাজ আখতার রাণু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নববর্ষ বাঙালিদের একটি বড় সামাজিক ও সাংস্কৃতিক উৎসব। প্রবাসেও এটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে পালিত হয়। উৎসবে থাকবে পিঠা-পুলি, ঐতিহ্যবাহী পোশাক, হস্তশিল্প, সাংস্কৃতিক পরিবেশনা ও নানা আয়োজন।

দিনব্যাপী অনুষ্ঠানের সূচি:

১০:০০ ঘণ্টা: বৈশাখী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন

১৫:৩০ ঘণ্টা: নারী ও শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা

১৬:৫০ ঘণ্টা: মান্যবর রাষ্ট্রদূতের আনুষ্ঠানিক বক্তব্য

১৭:০০ ঘণ্টা: সাংস্কৃতিক অনুষ্ঠান

১৯:৩০ ঘণ্টা: পুরস্কার বিতরণ ও লটারি ড্র

২০:০০ ঘণ্টা: অনুষ্ঠান সমাপ্তি

স্থান:

SKBZ বাংলাদেশ ইসলামিয়া স্কুল ও কলেজ, মুরোর রোড, আবুধাবি।

ঠিকানা:

২১৮, ৩১তম স্ট্রিট – আবুধাবি কো-অপ সোসাইটির পাশে, আল মুন্তাজা, জোন-১, আবুধাবি।

বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের পরিবারের সদস্যদের নিয়ে এই উৎসবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। অনুষ্ঠানে অংশ নেবেন আবুধাবি ও দুবাইয়ে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিক, কমিউনিটি নেতৃবৃন্দ, স্পনসরগণ, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা।

এটি সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি বহুল প্রতীক্ষিত ও উৎসবমুখর দিন।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়